Shahid Afridi: জামাইকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ! শাহিনের উপর রেগে লাল আফ্রিদি | Shahid Afridi Advised To Rest Shaheen In Final T20 Match Aginst New Zealand
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুজনেই আফ্রিদি। একজন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi), অন্যজন পাকিস্তানের তাবড় পেসার শাহিন শাহ আফ্রিদি। সম্পর্কে তাঁরা শশুর-জামাই। তবে দলের ঊর্ধ্বে কিছুই নয়। তেমনটাই বুঝিয়ে দিলেন প্রাক্তন পাক তারকা শাহিদ। সম্প্রতি জামাই শাহিন আফ্রিদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে না রাখার পরামর্শ দিলেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক। কিন্তু কেন? হঠাৎ কেন এমন বেঁকে বসলেন তিনি?
আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময় চলছে পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও যেভাবে ধারাবাহিক পরাজয় দেখেছে পাক শিবির, তাতে এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প পথ খোলা নেই গ্রিন আর্মির। মিনি বিশ্বকাপ শেষ করে সেই চেষ্টাই করেছিল বাবর-রিজওয়ান হীন পাকিস্তান দল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে দুরবস্থা কাটাতে গিয়ে যেন আরও পাকে পড়ে গিয়েছে পাকিস্তান। বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই 3-1 ব্যবধানে এগিয়ে গিয়েছে কিউইরা। এমন আবহে, দলের কঠিন সময়ে সম্পর্কের তোয়াক্কা না করে বড়সড় পরামর্শ দিলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।
দলের বর্তমান ফর্মে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে লজ্জার হারের পর নিউজিল্যান্ডের কাছে ফের নাকানি- চোবানি খাচ্ছে তাঁরা। সম্ভবত শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হেরে যাবে পাকিস্তান! এই আশঙ্কা প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছে গ্রিন আর্মির প্রাক্তন সদস্যকে। আর সেই কারণেই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে দলকে বিরাট পরামর্শ দিয়েছেন আফ্রিদি।
পাকিস্তানের প্রাক্তন নায়ক দলের দুরবস্থা কাটাতে, নিজের জামাই তথা পাকিস্তানের তাবড় পেসার শাহিন আফ্রিদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে না রাখার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আফ্রিদি লিখেছেন, শেষ ম্যাচে যারা রিজার্ভে ছিলেন সেই সব প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত। যেহেতু পাকিস্তান সিরিজ হেরেই গিয়েছে, তাই এবার শাদাব খান এবং শাহিনকে বিশ্রামে পাঠানো হোক। তাঁদের জায়গায় খেলুক নতুনরা।
অবশ্যই পড়ুন: দিল্লির ম্যাচে ব্যর্থতার জের, মালিক গোয়েঙ্কার জেরার মুখে ঋষভ পন্থ?
প্রসঙ্গত, পাকিস্তান দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে শাহিদের এমন মন্তব্য একেবারেই ভাল চোখে নিচ্ছে না ভক্তরা। পাকিস্তান সমর্থকদের একটা বড় অংশের দাবি, শাহিনের ক্ষেত্রে তাঁকে বিশ্রামে পাঠানো হচ্ছে, এদিকে বাবর ও রিজওয়ানরা খারাপ পারফর্ম করলে তাদের ঘরোয়া ক্রিকেট খেলার উপদেশ দেওয়া হচ্ছে, এমন কেন? আফ্রিদির বক্তব্যের পর অনেকেই এমনও মন্তব্য করেছেন, জামাইয়ের দুর্বলতা ঢাকতেই তাঁকে আগেভাগে সরিয়ে নিচ্ছেন আফ্রিদি।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৮শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
রিয়েলমি ১৪ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ…
আপনি যদি প্রতিদিন অজানা নম্বর থেকে কল পেয়ে বিরক্ত হয়ে থাকেন, তবে এই সমস্যা খুব…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বিমা পলিসি (LIC Insurance Policy) কেনার ক্ষেত্রে একাধিক নিয়ম আরোপ করা…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে Maruti Alto 800 নামটা শুনলেই যেন বাজেটের মধ্যে থাকা নির্ভরযোগ্য…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাংক আগামী ১লা এপ্রিল, ২০২৫ থেকে নতুন নিয়ম (RBI Loan…
This website uses cookies.