Shami Flying Kiss: ৫ উইকেট নিয়ে কাকে ফ্লাইং কিস করেছিলেন শামি? জানালেন নিজেই | Mohammed Shami Over His Flying Kiss Celebration

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শান্ত দলের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে নিজের জাত আবারও নতুন ভঙ্গিতে চিনিয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। চোট যন্ত্রণার পর বহু কটাক্ষ ও সমালোচনা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে বুকে জমে থাকা বারুদে আগুন জুগিয়েছেন শামি। বৃহস্পতিবার ভারতীয় তারকার জ্বলে ওঠার দৃশ্য 22 গজে ভয়ঙ্কর রূপ নিয়েছিল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর সেই সূত্র ধরেই ওপার বাংলার ছেলেদের 5 উইকেটে দখল জমিয়েছেন শামি। যার জেরে গোটা ওয়ানডে কেরিয়ারে 60 উইকেটে পূর্ণ হয়েছে অভিজ্ঞ ভারতীয় তারকার। তবে টাইগারদের 5 উইকেট ভেঙে হাত মেলে উড়ন্ত চুম্বন ছুঁড়েছিলেন শামি। আর এই উদযাপনের পরই প্রশ্ন উঠছে, কাকে উদ্দেশ্য করে চুমু ছুঁড়লেন ভারতীয় পেসার? উত্তর দিয়েছেন শামি নিজেই।

READ MORE:  East Bengal Vs Mohun Bagan: ডার্বি থেকে ISL, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান, কোন দল সেরা? পুরনো অঙ্কেই মিলবে উত্তর | ISL, Derby Win Calculator

কাকে উদ্দেশ্যে করে চুমু ছুঁড়েছিলেন শামি?

ওপার বাংলার ছেলেদের বিপক্ষে গতকালের ম্যাচে তার হাত বেঁধে রাখার ক্ষমতা হয়নি কারোর। সমস্ত জল্পনাকে সত্যি করে গতকালই শান্ত বাহিনীর বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় পেসার। দীর্ঘ চোট আঘাত পেরিয়ে জাতীয় দলে যোগ দেওয়ার পর শামির পুরনো ছন্দ দেখে বুকের বাঁদিকের যন্ত্রণা কিছুটা কমেছিল টিম ইন্ডিয়া সাপোর্টারদের। সিরাজ সতীর্থও নিজের দীর্ঘ অপ্রাপ্তি ঘুচিয়েছিলেন বাংলাদেশকে নিশানা করেই।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শামি যখন বাংলাদেশের একের পর এক উইকেটে দখল জমাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা পেসারের কীর্তি দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন রোহিত বাহিনীর সকলেই। এমতাবস্থায়, ওপার বাংলার শত্রুদের ঘাড়ে ছুঁড়ি বসিয়ে যখন 5 নম্বর উইকেট তুললেন ভারতীয় তারকা, ঠিক সেই মোক্ষম সময়ে নিজের চেনা ছন্দে ফাইফার উদযাপন করতেই হাত মেলে খোলা আকাশে চুম্বন ছুঁড়েছিলেন মহম্মদ। আর এই ঘটনার পরই ভক্ত মহলে উঠেছিল একাধিক জানা-অজানা প্রশ্ন। বলা হয়েছিল, কাকে উদ্দেশ্য করে চুমু দেখালেন শামি? ম্যাচ শেষে এই প্রশ্নের উত্তর নিজেই বাতলে দিয়েছেন ভারতীয় তারকা।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে জিতেও হারের নতুন রেকর্ড গড়ল ভারত

বাংলাদেশ টাইগারদের বিপক্ষে জয় ছিনিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্লাইং কিস প্রসঙ্গে মুখ খোলেন শামি। খেলোয়াড় জানান, 5 উইকেট পাওয়ায় আমি যথেষ্ট খুশি ছিলাম। ওই ফ্লাইং কিসটি আমি আমার বাবাকে উৎসর্গ করেছিলাম। উনি আমার আদর্শ। সাফল্যের জন্য পরিশ্রম আমি করেছি ঠিকই, কিন্তু প্রার্থনা করে গেছেন তিনি। আর ফল দিয়েছেন ঈশ্বর। উল্লেখ্য, 2017 সালে শামির বাবা তৌসিক আলি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। বৃহস্পতিবারের ম্যাচে 5 উইকেটে পেতেই নিজের স্বর্গগত বাবাকে সাফল্যটা চুম্বন আকারে উৎসর্গ করেছিলেন শামি।

READ MORE:  KKR Increased IPL Ticket Prices: ভেঙ্কটেশের দাম তুলতেই IPL টিকিটের মূল্যবৃদ্ধি? KKR-কে কাঠগড়ায় তুলল সমর্থকরা | Eden Gardens IPL 2025 Matches Ticket Prices Increased

পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন শামি?

বাংলাদেশের বিপক্ষে প্রত্যাশিত জয় পাওয়ার পর এবার আগামী 23 ফেব্রুয়ারি চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন রোহিত শর্মারা। এমতাবস্থায়, বাংলাদেশের ম্যাচে 5 উইকেট নেওয়ায় এবার আসন্ন পাক বিরুদ্ধ ম্যাচের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ভারতের পুরনো হাতিয়ার। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, রবিবারের হাই ভোল্টেজ ম্যাচের জন্য তাকে আরও কিছুটা সময় নিয়ে তৈরি করছে ম্যানেজমেন্ট। কাজেই পাকিস্তানের ম্যাচে শামি যে খেলবেন একথা একপ্রকার নিশ্চিত।

READ MORE:  ভারতীয় হিসেবে ইতিহাস গড়ার পথে শামি

Scroll to Top