বিক্রম ব্যানার্জী, কলকাতা: হিন্দু শাস্ত্র মতে, কর্ম ও ন্যায়ের দেবতা হলেন শনি। সেই সাথে শনি সবচেয়ে ধীর গতির গ্রহও বটে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনি যেহেতু একটি রাশির ওপর কমপক্ষে আড়াই বছর অবস্থান করেন। তাই শনির রাশি পরিবর্তনের (Shani Gochar 2025) কারণে বেশকিছু রাশির জাতক জাতিকাদের ওপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব দুইই পড়ে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
তবে অভিজ্ঞ জ্যোতিষবিদরা বলছেন এ বছর শনি কুম্ভ ত্যাগ করে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবেন। যার দরুণ ভাগ্যের পরীক্ষায় সফল হবেন বহু জাতক জাতিকা। একই সাথে মীন রাশির শনির গোচরের কারণে কিছু রাশি ব্যক্তিদের ওপর শনির প্রভাব যেমন কমবে ঠিক তেমনই বেশ কিছু রাশির জাতক জাতিকাদের সাড়েসাতি ও ধুইয়ার সম্মুখীন হতে হবে।
রাশি পরিবর্তন করছে শনি
জ্যোতিষ শাস্ত্র বলছে, এ বছর নিজের দীর্ঘ মেয়াদ শেষ করে কুম্ভ ত্যাগ করতে চলেছেন
শনি। রাশিচক্রের হিসেব বলছে, কুম্ভ রাশি ত্যাগ করে আগামী 29 মার্চ এটি মীন রাশিতে প্রবেশ করবে। মীন আসলে দেব গুরু বৃহস্পতির রাশি। এই রাশি আসলে বৃহস্পতির মালিক। জ্যোতিষবিদরা বলছেন, শনি আগামী 3 জুন, 2027 সাল পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে, যার জেরে বেশ কিছু রাশির ওপর এর খারাপ প্রভাব পড়তে পারে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
মীন ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে শনি
29 মার্চ কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করার পর আগামী আড়াই বছরের জন্য মীন রাশির ওপরই অবস্থান করবে শনি। জানা যাচ্ছে, মীন রাশিতে মেয়াদ শেষ হয়ে গেলে 2027 সালের জুলাই নাগাদ মেষ রাশিতে প্রবেশ করবে শনি। এক্ষেত্রেও, শনির গোচরের কারণে বেশ কিছু রাশির সমস্যা বাড়তে পারে।
অবশ্যই পড়ুন: পন্থের এই বড় ভুল জিতিয়েছে দিল্লিকে! ফাঁস বিরাট তথ্য
শনির গোচরের কারণে মালামাল হবেন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আগামী 29 মার্চ শনি একবার মীন রাশিতে প্রবেশ করে গেলে মীনের জাতক জাতিকাদের জন্য শনির এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। শোনা যাচ্ছে, শনির এই গোচরের কারণে দীর্ঘদিন ধরে শুভ সময় চলবে মীন রাশির ব্যক্তিদের।
জ্যোতিষ বিদদের মতে, শনির এমন অবস্থানের কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে লটারি প্রাপ্তির মতো ভাগ্যের পরীক্ষায় সফল হতে পারেন মীনের ব্যক্তিরা। শনির প্রভাবে এদের লক্ষ্মী লাভের আশা রয়েছে।