Sharath Kamal Retirement: আক্ষেপ নিয়ে অবসরের ঘোষণা ভারতের তারকা প্লেয়ারের | India TT Star Sharath Kamal Retirement
বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা দিয়ে পরিচিতি, সেই টেবিল টেনিস থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছেন ভারতীয় টেবিল টেনিসের কিংবদন্তি অচন্ত্য শরথ কমল (Sharath Kamal)। বুধবার টেবিলের ক্রীড়া ময়দান থেকে পাকাপাকিভাবে অবসরের ঘোষণা করেছেন এই ভারতীয় তারকা। শোনা যাচ্ছে, চলতি মাস শেষ হলেই চিরতরে টেবিল টেনিস ব্যাট তুলে রাখবেন তিনি।
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করা 117 জন ভারতীয় অ্যাথলিটদের মধ্যে অচন্ত্য শরথ কমলই ছিলেন অভিজ্ঞ খেলোয়াড়। জানা যায়, পুসারলা ভেঙ্কট সিন্ধুর সঙ্গে প্যারিসে দেশের পতাকা উড়িয়েছেন তিনি। তবে এবার টেবিল টেনিসকে আলভিদা জানানোর পালা।
সূত্র বলছে, মার্চের একেবারে শেষের দিকে চেন্নাইতে ডব্লটিটি কন্টেন্ডার আয়োজিত হতে চলেছে। মনে করা হচ্ছে, এই প্রতিযোগিতায় শেষবারের মতো অংশ নিয়ে টেবিল টেনিসকে পাকাপাকিভাবে বিদায় জানাবেন কমল। বলে রাখি, নিজের শহর চেন্নাইতেই প্রথমবারের জন্য টেবিল টেনিস ব্যাট তুলে নিয়েছিলেন তিনি। কেরিয়ারের সূত্রপাতও এখান থেকেই।
শেষমেষ নিজের প্রিয় খেলা টেবিল টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করতে গিয়ে 42 বছর বয়সী অভিজ্ঞ কমল বলেন, জীবনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা চেন্নাইতে খেলেছিলাম। কেরিয়ারের শেষটাও চেন্নাইতে হতে চলা আন্তর্জাতিক প্রতিযোগিতা দিয়েই হবে। এই মাসের শেষে চেন্নাইতে আয়োজিত হতে চলেছে, ডাব্লুটিটি কনটেন্ডার টুর্নামেন্ট, এটি আমার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা।
ভারতীয় টেবিল টেনিসের গর্ব তথা 42 বছর বয়সী অভিজ্ঞ তারকা অচন্ত্য শরথ কমল নিজের দীর্ঘ টেবিল টেনিস কেরিয়ারে বহু চড়াই উতরাই পার করেছেন। নিজের অনবদ্য পারফরমেন্সের জন্য বহুবার নানান সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। একাধিকবার সেরা কীর্তির জন্য দীর্ঘ দু দশকে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মতো বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতেছেন কমল।
অবশ্যই পড়ুন: ভয় ধরাচ্ছে ৬ বছর আগের স্মৃতি, নিউজিল্যান্ডের জয়ে বুক ধুকপুক টিম ইন্ডিয়ার সমর্থকদের
তবে ভারতের নামজাদা এই খেলোয়াড়ের আক্ষেপ রয়েছে অলিম্পিক নিয়েই। খোঁজ নিয়ে জানা গেল, 5 বার অলিম্পিকে অংশ নিয়েও পদক জেতা হয়নি কমলের। এ প্রসঙ্গে দীর্ঘ আক্ষেপ বুকে বেঁধেই কমল বলেন, এশিয়ান গেমসেও পদক জিতেছি। কমনওয়েলথ গেমসের মতো বিভিন্ন প্রতিযোগিতার পদক রয়েছে আমার। কিন্তু অলিম্পিকে পদক পাওয়া হয়নি। আর এই আক্ষেপটাই সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.