Share Market: রক্তাক্ত শেয়ার বাজার! Nifty ও Sensex এ ১৭% ধস! রইল এর পেছনের ৫ কারণ | Stock Market Crash Reason
সৌভিক মুখার্জী, কলকাতা: সোমবার সকাল হতে না হতেই এক ঘূর্ণিঝড় বয়ে গেল ভারতের শেয়ার বাজারে (Share Market)। BSE Sensex ও Nifty 50 দুই সূচকেই যেন একযোগে রক্তপাত ঘটলো। দিনের শুরুতেই দেখা গেল 4% এর বেশি শেয়ার পতন। আর বাজার খোলার ঘন্টাখানেকের মধ্যেই তো Sensex একধাক্কায় 4000 পয়েন্ট নীচে নেমে গেল। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।
একটানা বিক্রির চাপে এবার মুখ থুবড়ে পড়লো সাধারণ বিনিয়োগকারীদের প্রধান ভরসার জায়গা শেয়ার মার্কেট। কিন্তু কেন এত বড় ধ্বস নামলো? আসলে কী ঘটনা ঘটেছে? আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে ভারতের শেয়ার মার্কেট? চলুন একটু আলোকপাত করি এই রক্তাক্ত পরিস্থিতির পিছনে পাঁচটি বড়সড় কারণ সম্পর্কে, যা বিনিয়োগকারীদের কপালে সকাল সকাল চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতি চাপিয়ে দিয়েছে প্রত্যেকটি দেশের উপর। যা গোটা বিশ্বজুড়ে শেয়ার বাজারকে আরো আতঙ্ক করে দিয়েছে। ট্রাম্পের মতে, “এটি একটি ওষুধের মত। কষ্টকর হলেও সবার প্রয়োজন।” আর এই ওষুধের কোপে পড়েই এশিয়া থেকে শুরু করে ইউরোপ, এমনকি আমেরিকার বড় বড় সূচকগুলি কার্যত গুড়িয়ে গিয়েছে। Nasdaq 20% এর পতনে শেয়ার মার্কেটের মুখ আরও থুবড়ে পড়েছে (Share Market Crash)। ভারতের মতো উদীয়মান অর্থনীতিতে এই ধাক্কা তারাও সামাল দিতে পারল না।
বর্তমানে 180টির বেশি দেশের ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক চাপানোর সিদ্ধান্ত বাজারকে চরম অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, এখনো বাজারে সেই প্রভাব পুরোপুরি দেখা যায়নি। তবে ভবিষ্যৎ পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনটাই আশা করছে বিশেষজ্ঞরা। Emkay Global নামের এক বিশেষজ্ঞ বলছেন, “ট্যারিফের পরোক্ষ প্রভাব হয়তো ভারতের উপর সীমিত। কিন্তু আমেরিকায় যদি একবার মন্দ দেখা যায়, তাহলে ভারতের শেয়ার বাজার আরো বড়সড় ধাক্কা (Share Market Down) খেতে পারে।”
বর্তমানে শুল্ক বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে উৎপাদন খরচ এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। যার ফলে কমছে লাভের পরিমাণ এবং বাড়ছে খরচের প্রবণতা। JP Morgan নামের এক বিশেষজ্ঞ বলছেন, “বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা এখন 40% থেকে 60%-এ গিয়ে ঠেকেছে। ভারতের ক্ষেত্রেও প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে Goldman Sachs যা 6.3% থেকে নেমে গিয়ে 6.1%-তে পৌঁছে গিয়েছে। অর্থাৎ, মন্দার ছায়া এখন ভারতের উপরেও ঘনিয়ে আসছে।
বর্তমানে বিনিয়োগকারীদের মধ্যে এতটাই ভয় ছড়িয়ে গিয়েছে যে, তারা সমস্ত শেয়ার বিক্রি করে দিচ্ছে এবং এর ফলে বিদেশী পুঁজি বাজার ছেড়ে পালিয়ে যাচ্ছে। শুধু এপ্রিল মাসেই প্রায় 13,730 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে বিদেশী সংস্থাগুলি। হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এর ফলে বাজারে তারতম্য কমে গিয়ে পতনের গতি আরো রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে।
আগামী 9ই এপ্রিল আসছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত। ভারতের বাজার এখন আশা করছে সুদের হারে কিছুটা হলেও ছাড় মিলবে। অন্যদিকে 10ই এপ্রিল থেকে শুরু হচ্ছে চতুর্থ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ। আর সেখানে প্রথমেই থাকছে TCS-এর রিপোর্ট। আর এই ফলাফল এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা বাজারকে সামাল দিতে কিছুটা সাহায্য করতে পারে। তবে শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ার (Share Market Crash) পিছনে এটি অন্যতম এক কারণ।
দেখুন, শেয়ার বাজারের ওঠানামা নতুন কিছু নয়। কিন্তু আজকের এই পতন ছিল একেবারে অপ্রত্যাশিত এবং বিনিয়োগকারীদের কল্পনার বাইরে। বিশ্ব রাজনীতির প্রভাব যেভাবে ভারতীয় অর্থনীতিকে কাঁপাতে পারে, আজকের সকালটা হয়তো তারই বড় প্রমাণ। তবে এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে ঘাবড়ে নয়, বরং বুঝে শুনে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
আপনিও কি প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে বিরক্ত হন? একটু ভুল হলেই মোবাইল পরিষেবা বন্ধ…
স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে অপ্পোর নতুন ফোন Oppo K12x 5G। এটি একটি এন্ট্রি-লেভেল…
উল্লু প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ “সেক্রেটারি”, যা রোমান্স ও নাটকীয়তায় ভরপুর। এই…
প্রীতি পোদ্দার, কলকাতা: হিন্দু শাস্ত্রে মহাদেবের আরাধনার মাহাত্ম্যের কথা বহুলভাবে প্রচলিত। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপূজার আগে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকায় তৈরি হচ্ছে এমন একটি প্রকল্প, যার…
প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে স্বস্তির বৃষ্টি এল রাজ্য জুড়ে। পূর্বাভাস বেশ কয়েকদিন ধরেই দিয়ে আসছিল…
This website uses cookies.