‘মালাচন্দন’ গানে অনুপম রায়ের সুরে শোনা যায়, “তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন? তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?” এই সুরের সঙ্গে পর্দায় ফুটে উঠেছে শিবপ্রসাদ ও শ্রাবন্তীর প্রেমের কাহিনি, যা বিবাহ পর্যন্ত পৌঁছায়। একটি দৃশ্যে শিবপ্রসাদ শ্রাবন্তীর পিঠে কলম দিয়ে কবি জয় গোস্বামীর ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতার পঙ্ক্তি লিখছেন
“সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে? বিনা চেষ্টায় মরে যাব একেবারে, সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান? বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান…
শুটিংয়ের অভিজ্ঞতা
বাস্তবে প্রেমের দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না শিবপ্রসাদ। ঘনিষ্ঠ দৃশ্যের সময় তার আড়ষ্টতা কাটাতে সহ-পরিচালক নন্দিতা রায় ও সহ-অভিনেত্রীদের সহযোগিতা নিতে হয়। এর আগে ‘কণ্ঠ’ ছবিতে পাওলি দাম ও ‘বহুরূপী’তে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গেও তিনি এমন অভিজ্ঞতা অর্জন করেছেন।
‘আমার বস’ ছবির অন্যান্য দিক
এই ছবিতে বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার মা-ছেলের চরিত্রে অভিনয় করছেন শিবপ্রসাদের সঙ্গে। এছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, উমা বন্দ্যোপাধ্যায় ও গৌরব চট্টোপাধ্যায়। অনুপম রায়ের সুরে প্রশ্মিতা পাল একটি গান গেয়েছেন। ছবিটি মুক্তি পাবে আগামী ৯ মে