লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Siliguri Sikkim Cab Service: মাত্র ১০০০ টাকায় শিলিগুড়ি থেকে গ্যাংটক, নয়া ক্যাব পরিষেবা চালু করল রাজ্য সরকার | Government Of Sikkim Starts Low Cost Cab Serice

Updated on:

শ্বেতা মিত্র, কলকাতা: সিকিম (Sikkim) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুখবর। আর ২০০০ বা ৩০০০ টাকা নয়, কাছে মাত্র ১০০০ টাকা থাকলে আপনি অনায়াসেই সিকিম ঘুরে আসতে পারেন। এমনিতে সারা বছরই পর্যটকদের ভিড়ে থিক থিক করে সিকিমের মতো সুন্দর একটি জায়গা। যারা পাহাড় ভালোবাসেন তারা সিকিম যাবেন না সেটা তো হতেই পারে না। তবে সকিম ভ্রমণ দার্জিলিং-এর থেকে বেশ খানিকটা মহার্ঘ। এখানে ঘুরতে এলে গ্যাটের কড়ি বেশ ভালই রকম খরচা হয়ে যায় পর্যটকদের। তবে আর চিন্তা নাই এবার খুব নামমাত্র খরচে আপনিও এবং আপনার পরিবার অনায়াসে সিকিম ঘুরে আসতে পারবেন। আর এর জন্য বড়সড় ঘোষণা করেছে রাজ্যের পরিবহন দফতর।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

সিকিম ঘুরুন মাত্র ১০০০ টাকায়

সিকিমের পরিবহণ দফতর গ্যাংটক থেকে শিলিগুড়ির মধ্যে সংযোগ স্থাপনকারী আন্তঃনগর বিলাসবহুল ক্যাব পরিষেবা ‘সিকিম ক্যাব’ চালু করেছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের নেতৃত্বে এই উদ্যোগের লক্ষ্য নাগরিকদের একটি নির্বিঘ্ন, আরামদায়ক এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করা। পরিবহণ দফতরের জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, সিকিম ক্যাব রিজার্ভ লাক্সারি সার্ভিস যাত্রীদের জন্য সাশ্রয়ী এবং সুবিধাজনক ভ্রমণের বিকল্প নিশ্চিত করে প্রতি আসনের ভাড়া ১,০০০ টাকা।

READ MORE:  তৈরি সূচি, বুকিংও শুরু! দোলের পরই কলকাতা থেকে বিমানে সরাসরি যাওয়া যাবে সিকিম

এই পরিষেবাটি পেতে যাত্রীদের সিকিম ক্যাব অ্যাপ ডাউনলোড করতে হবে এবং অনলাইনে তাদের আসন বুক করতে হবে। নামচি, পেলিং, কালিম্পং এবং দার্জিলিং সহ সিকিমের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিতে এই পরিষেবা প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই পদক্ষেপটি আন্তঃনগর ভ্রমণকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে আশা করা হচ্ছে, যা বাসিন্দা এবং এখানে ঘুরতে আসা পর্যটক উভয়কেই উপকৃত করবে।

READ MORE:  ‘ভবিষ্যতে লন্ডনের থেকে বেশি উন্নত হবে কলকাতা! দাবি মেয়র ফিরহাদ হাকিমের

খুশি পর্যটক থেকে শুরু করে রাজ্যবাসী

এছাড়াও, সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট (এসএনটি) বাসগুলিকেও সিকিম ক্যাব প্ল্যাটফর্মে একীভূত করা হবে, যাতে যাত্রীরা একই অ্যাপের মাধ্যমে বাসের আসন বুক করতে পারবেন।

পরিবহণ কমিশনার-তথা সচিব রাজ যাদব, আইএএস, জোর দিয়ে বলেন যে, ‘এই উদ্যোগটি রাজ্যে পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের সরকারের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ।’ এক বিবৃতি অনুসারে, এই উদ্যোগটি কেবল ভ্রমণের সুবিধাই বাড়াবে না, একটি কাঠামোগত, ডিজিটাল বুকিং সিস্টেমকেও প্রচার করবে। এদিকে সরকারের এহেন সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী থেকে শুরু করে পর্যটকরা।

READ MORE:  Maruti Suzuki: বাজার কাঁপাতে নতুন রূপে হাজির Maruti Alto, কী কী নয়া ফিচারর্স, দামই বা কত? | New Maruti Suzuki Alto K10
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.