লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Small Business Idea: পার্টটাইমে ব্যবসা করেই প্রতিমাসে আয় হবে ৫০,০০০ টাকা | All You Need to Know about Laundry Business

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিনিয়ত যে হারে জিনিসের দাম বাড়ছে তাতে শুধুমাত্র চাকরির টাকায় সংসার চালিয়ে সঞ্চয় করা তার যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই আজকাল অনেকেই দ্বিতীয় আয়ের উৎস বা বলা ভালো পার্ট টাইম ব্যবসার খোঁজ করছেন। আজকে আপনাদের জন্য এমনই একটা ব্যবসার খোঁজ দেব যেটা চাকরির পাশাপাশি করা যেতে পারে। এমনকি চাইলে গৃহবধুরাও এই কাজ শুরু করে মাসের শেষে ৫০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

কম পুঁজিতে ব্যবসার আইডিয়া | Low Investment Business Idea

আপনি যদি কম পুজিতে একটা ভালো ব্যবসা  শুরু করতে চান তাহলে লন্ড্রি বিজনেস সেরা অপশন হতে পারে।  সঠিক ভাবে চালাতে পারলে একটা লন্ডির দোকান থেকেই খুব সহজে ৪০০০০  থেকে ৫০০০০  টাকা পর্যন্ত আয় করা যেতে পারে। কীভাবে শুরু করবেন আর কীভাবে এগোবেন?  বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

READ MORE:  PM SVANidhi Scheme: সহজেই আবেদন, ব্যবসার জন্য ৫০ হাজার টাকা দেবে সরকার! মিলবে বিরাট সুবিধাও | PM Svanidhi Scheme Give Loans Up To Rs 50000 For Business

লন্ড্রি ব্যবসা | Laundry Business

আজকাল অনেকেই বাড়িতে জামাকাপড় কাছাকাছির ঝামেলা এড়াতে লন্ড্রিতে কাচতে দিয়ে আসেন। বিশেষ করে নতুন ও দামি শাড়ি, জামা ঘরে কাচার বদলে দোকানে দিয়ে ভালো করে কাচিয়ে ইস্ত্রি বা পালিশ করতে দেন কমবেশি সকলেই। এক্ষেত্রে একটা জনবহুল এলাকায় যদি একটা ছোট্ট দোকানও নেওয়া যায় তাহলেই কয়েক মাসের মধ্যেই ভালো একটা ব্যবসা শুরু করে নেওয়া যাবে। যেটা বারো মাসই ডিমান্ড থাকবে আর ভালো উপার্জনও হবে।

কীভাবে শুরু করবেন লন্ড্রি ব্যবসা?

আপনি যদি একটি লন্ড্রির দোকান বা ব্যবসা শুরু করতে চান তাহলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হল একটা ভালো জায়গার খোঁজ। কারণ দোকান একটা জনবহুল জায়গা বা স্টেশনের ধারে হলে লোকের নজরে বেশি পড়বে আর তাতেই কাস্টমারের সংখ্যা বাড়বে। এছাড়া আপনার বাজেটের মধ্যেও হতে হবে দোকানের ভাড়া। দোকান জোগাড় হয়ে গেলে স্থানীয় এলাকা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর কি কি সার্ভিস দেওয়া হবে সেই হিসাবে কিছু জিনিসপত্র কিনতে হবে। যেমন ইস্ত্রি করার জন্য মেশিন, ড্ৰাই ক্লিনিংয়ের জন্য উপাদান। ইত্যাদি এরপর দোকান সাজিয়ে, ব্যানার ও লাইটিং করলেই কাজ শুরু করা যাবে।

READ MORE:  Post Office Fixed Deposit Scheme: ঝুঁকি ছাড়া বিনিয়োগ, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে তিনগুণ হবে টাকা | India Post FD Scheme

কত টাকা বিনিয়োগ করতে হতে পারে?

লন্ড্রির দোকান শুরু করতে হলে সবার প্রথমেই দোকানের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে নূন্যতম মাসে ৫০০০ টাকা ভাড়া লাগবেই। এরপর স্থানীয় এলাকার রেজিস্ট্রেশন বাবদ ২,০০০ টাকা, কাঁচামাল ও যন্ত্রপাতি কেনার জন্য আরও ১০,০০০ টাকা মত লাগবে। এছাড়া দোকানের বিজ্ঞাপনের জন্য টোটোতে করে কয়েকদিন মাইকিং করতে পারেন এক্ষেত্রে আরও ৫০০০ টাকা মত খরচ ধরে রাখতে হবে। সব মিলিয়ে ২৫,০০০ টাকা মত লাগবে এই কাজ শুরুর জন্য।

READ MORE:  ১লা এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের বেতন দ্বিগুণ, বিরাট ঘোষণা মমতার

কত টাকা লাভ হবে?

লন্ড্রিতে একাধিক সার্ভিস দেওয়া হয়, আয়রনিং থেকে শুরু করে ড্ৰাই ক্লিনিং, ড্ৰাই ওয়াশের মত সুবিধা প্রদান করা হয়। সমস্ত সার্ভিস মিলিয়ে প্রতিদিন নূন্যতম ৩০০ টাকা থেকে শুরু করে ৭০০ – ৮০০ টাকা পর্যন্তও আয় করা সম্ভব। সেই হিসাবে দেখতে গেলে শুরুর এক দুই মাসের মধ্যেই ৫০,০০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.