লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Smart TV: ২০ হাজার টাকার কমে ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি, অ্যামাজন গ্রেট রিপাবলিক সেলে করুন স্বপ্ন পূরণ | Smart TV with 55 inch screen available under rs 20000

Published on:

ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon নিয়ে এসেছে Great Republic Day Sale। এই সেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কম দামে কেনা যাবে। এই সেলে নতুন স্মার্ট টিভি কেনার সুযোগ‌ও রয়েছে। এমনকি আপনার বাজেট কম হলেও বড় স্ক্রিনের ফিচারে ঠাসা Smart TV অ্যামাজন রিপাবলিক ডে সেল থেকে কিনতে পারবেন। আজ্ঞে হ্যাঁ! ২০,০০০ টাকার কম দামে ৫৫ ইঞ্চি স্ক্রিন সাইজের স্মার্ট টিভি কেনার সুযোগ রয়েছে এখানে।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ২০ হাজার টাকার কমে ৫৫ ইঞ্চি Smart TV

READ MORE:  Whoop ৪.০: পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির হাতে দেখা গেল রহস্যময় ব্যান্ড, এটি কী কাজ করে জানলে চমকে যাবেন | Virat Kohli Screenless Band

আসলে কম দামের কারণে অনেক সময় স্মার্ট টিভির স্ক্রিন সাইজ বা ফিচার নিয়ে আপস করতে হয়। তবে অ্যামাজন সেলে খুব সস্তায় পাওয়া যাচ্ছে Soliq ব্র্যান্ডের বড় বেজেললেস স্মার্ট টিভি। এই টিভিটি সেলে আসল দামের অর্ধেকেরও কম মূল্যে তালিকাভুক্ত হয়েছে এবং এতে প্রচুর স্মার্ট ফিচার উপস্থিত। তবে এর সীমিত সংখ্যক ইউনিট সেলে উপলব্ধ রয়েছে, তাই তড়িঘড়ি অর্ডার করতে হবে।

READ MORE:  Vivo Pad 4 Pro Specification: এপ্রিলে বড় ধামাকা, বিশাল 12,000mAh ব্যাটারির দুর্ধর্ষ ট্যাবলেট লঞ্চ করছে Vivo | Vivo Pad 4 Pro Launch Date in April

এখান থেকে কিনুন

SOLIQ 55 Inches Bezel-Less 4K Ultra HD Smart LED-TV এর ফিচার ও স্পেসিফিকেশন

এই স্মার্ট টিভির ফিচারের কথা বললে, এতে 4K রেজোলিউশন (৩৮৪০x২১৬০) এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৫৫ ইঞ্চি ডিসপ্লে আছে। এতে বিল্ট-ইন ওয়াইফাই ছাড়াও স্ক্রিন মিররিং ফিচার, ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। কোয়াড-কোর প্রসেসর সহ আসা এই টিভি অ্যান্ড্রয়েড টিভি ১১ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ডলবি অডিও সাপোর্ট করবে। এটি নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টার প্রি-ইনস্টল সহ এসেছে।

READ MORE:  ১০ হাজার টাকার কমে বড় ডিসপ্লে ও অস্থির ফিচারের Smart TV, এখানে রয়েছে অবিশ্বাস্য অফার

কানেক্টিভিটির কথা বললে এই টিভিতে আছে তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, দুটি এভি-ইন পোর্ট এবং হেডফোন পোর্ট। সাউন্ডের জন্য, এতে ৪০ ওয়াট ক্ষমতা সহ স্পিকার পাওয়া যাবে। ব্যবহারকারীরা ছয়টি ভিন্ন সাউন্ড মোড বেছে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.