Smart TV OS: অ্যান্ড্রয়েডকে টক্কর! স্বদেশী অপারেটিং সিস্টেম JioTele OS লঞ্চ করল আম্বানি, কী সুবিধা মিলবে? | Mukesh Ambani's Jio Launch New Operating System
বিক্রম ব্যানার্জী, কলকাতা: JioHotstar OTT-র পর এবার ভারতীয় দর্শকদের জন্য JioTele OS নামক একটি নতুন স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম চালু করল ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio। রিপোর্ট বলছে, আম্বানি সংস্থার এই নয়া উদ্যোগে দেশের প্রায় 35 মিলিয়ন স্মার্ট টিভি সংযুক্ত পরিবারগুলির মুখের হাসি চওড়া হয়েছে। জানা যাচ্ছে, সংস্থার এই নতুন অপারেটিং সিস্টেম দর্শকদের একেবারে ভিন্ন স্বাদের কনটেন্ট উপহার দেবে। সেই সাথে Jio Tele OS-এর দৌলতে দেখা যাবে AI জেনারেটেড ভিডিও কনটেন্টও।
ভারতের বাজারে নানান অত্যাধুনিক পরিষেবা চালু করে তাক লাগিয়ে দিচ্ছে মুকেশ আম্বানি সংস্থা Jio। এবার সেই সূত্র ধরেই, স্মার্ট টিভি গ্রাহকদের জন্য নতুন অপারেটিং সিস্টেম Tele OS চালু করে চমকে দিয়েছে Jio। সূত্রের খবর, দর্শকরা যাতে একেবারে স্বল্প মূল্যে নতুন টেলিভিশন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রিমিয়াম মুভি বা সিরিজের কনটেন্ট গুলি দেখতে পারেন সেজন্যই এই নয়া পরিষেবা চালু করেছে Jio। জানা যাচ্ছে, Jio Tele OS প্ল্যাটফর্মটির মাধ্যমে দেশের স্মার্ট টিভি পরিবারগুলি একেবারে ভিন্ন ধাঁচের নিত্য নতুন কনটেন্ট দেখার সুযোগ পাবেন টেলিভিশনের পর্দায়।
সংস্থা সূত্রে খবর, Jio Tele OS নতুন অপারেটিং প্ল্যাটফর্মটি ভারতের টেলিভিশন গ্রাহকদের বিনোদন অভিজ্ঞতাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যাবে। সেই সাথে নতুন কন্টেন্টের সংমিশ্রণে বাড়বে বিনোদনের প্রতি ঝোঁক।
Jio তাদের এই নতুন অপারেটিং সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের সময় যেমন বাঁচাবে তেমনি বাঁচবে কষ্টার্জিত অর্থও। সূত্র বলছে, সংস্থাটি তাদের এই নতুন অপারেটিং সিস্টেমে এমন অনেক ফিচার্স দিয়েছে যাতে খুব কম সময়েই পছন্দের সিরিজ, সিনেমা বা বিভিন্ন পছন্দসই বিনোদনমূলক কনটেন্ট গুলি দেখতে পারবেন দর্শকরা। সেই সাথে এই প্লাটফর্মটি বিভিন্ন AI চালিত কনটেন্ট দর্শকদের সামনে নিয়ে হাজির হবে।
Jio জানিয়েছে, তাদের এই নয়া Tele OS অপারেটিং সিস্টেমের দৌলতে ব্যবহারকারীরা ল্যাগ ফ্রি পারফরমেন্সসহ নিরবিচ্ছিন্ন 4K স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। ফলত, ভিডিও কোয়ালিটির দিক থেকে দেখার অভিজ্ঞতা যেমন বাড়বে তেমনই পছন্দ অনুযায়ী কন্টেন্টের অপশনও থাকবে প্রচুর। Jio বলছে, Tele OS সিস্টেমে ব্যবহারকারীরা নিজেদের স্মার্ট টিভিতেই বিভিন্ন OTT অ্যাপসহ ক্লাউড গেমিংয়ের মতো বিষয়গুলি অ্যাক্সেস করতে পারবেন।
উল্লেখ্য, Jio Tele OS প্ল্যাটফর্মটি ক্রমাগত সফটওয়্যার আপডেটের মাধ্যমে স্মার্ট টিভিতে লেটেস্ট অ্যাপ ভার্সান, ফরম্যাট ও যাবতীয় সিকিউরিটি বৈশিষ্ট্য গুলির সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারবে।
বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, Jio Tele OS অপারেটিং সিস্টেমটি আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে কিছু সংশ্লিষ্ট ব্র্যান্ডের স্মার্ট টিভি গুলিতে চালু হয়ে যাবে। জানা যাচ্ছে, থমসন, কোডাক, বিপিএল ও জেভিসির মতো ব্র্যান্ডের স্মার্ট টিভি গুলির সাথে আত্মপ্রকাশ করবে Jio Tele OS সিস্টেম। তবে সংস্থা জানিয়েছে, আগামী দিনে ভারতে বিক্রিত আরও অন্যান্য স্মার্ট টিভি ব্র্যান্ডগুলিও এই লাইন আপে যুক্ত হবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.