লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Smartphone: ১০ হাজার টাকার মধ্যে Redmi সহ পাঁচ সেরা ফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে বড় ব্যাটারি

Published on:

নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন কিন্তু বাজেট ১০ হাজার টাকার কম? তাহলে চিন্তা করবেন না, কারণ বর্তমানে বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড এই দামের মধ্যে অত্যাধুনিক ফিচার সহ স্মার্টফোন বাজারে আনছে। এই প্রতিবেদনে আমরা ১০ হাজার টাকার কম দামে উপলব্ধ এমন পাঁচটি নতুন ফোন সম্পর্কে বলবো।

১০০০০ টাকার মধ্যে ভালো ফোন

Redmi A5

রেডমি এ৫ হল সাশ্রয়ী মূল্যের ৪জি স্মার্টফোন। এর ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৪৯৯ টাকা এবং ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা। ফিচারের কথা বললে, এতে আছে ইউনিসক T7250 চিপসেট, ৫২০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৮৮ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এটি IP52 রেটিংসহ এসেছে।

READ MORE:  Samsung Galaxy F06 নাকি Moto G35, ক্যামেরা, পারফরম্যান্স ও ব্যাটারির দিক থেকে কোন ফোন এগিয়ে | Samsung Galaxy F06 vs Moto G35 Compare

itel A95

এই ৫জি ফোনের দাম মাত্র ৯,৫৯৯ টাকা থেকে শুরু হয়েছে। এটি ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে। আবার ক্যামেরার কথা বললে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর বডি IP54 রেটিং প্রাপ্ত।

READ MORE:  Realme GT 6T 5G Camera: ৫০০০ টাকার ডিসকাউন্ট কুপন, ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের Realme GT 6T 5G আজ সবচেয়ে সস্তায় | Realme GT 6T 5G Discount Offer on Amazon

Acer Super ZX

এসারের এই ৫জি ফোনটির দাম ৯,৯৯০ টাকা। এতে পাওয়া যাবে ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৬.৭৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরা হিসেবে পিছনে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল Sony সেন্সর ও সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এটি IP50 রেটিং প্রাপ্ত।

Samsung Galaxy M06 5G

মাত্র ৯,১৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই স্যামসাং ৫জি ফোনটি। এতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১৫ চালিত এই স্মার্টফোনটি চার বছরের সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পাবে।

READ MORE:  OnePlus 12 Price: এক ধাক্কায় 19 হাজার টাকা সস্তা হল OnePlus 12, OnePlus Nord 4 5G ও Nord CE4 5G | OnePlus Nord CE4 5G Price

Samsung Galaxy F06 5G

স্যামসাং-এর অন্যতম সাশ্রয়ী এই ৫জি ফোনটি মাত্র ৯,৫৭২ টাকায় কেনা যাবে। ফিচার প্রায় Galaxy M06 এর মতোই, রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.