Smartphone Under 10000: ১০ হাজার টাকার কমে ১০ জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Realme 5G স্মার্টফোন | 50 Megapixel Camera Smartphone Realme Narzo N65 5G

আপনি যদি কম বাজেটে অত্যাধুনিক ফিচারের 5G স্মার্টফোন কিনতে চান তবে অ্যামাজনে দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। এই ডিলে Realme Narzo N65 5G ফোনটি আপনি ১০,০০০ টাকারও কম দামে কিনতে পারবেন। ডিভাইসটির প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, আই কমফোর্ট ডিসপ্লে, মিডিয়াটেক প্রসেসর এবং ১০ জিবি পর্যন্ত র‌্যাম। আসুন রিয়েলমির স্মার্টফোনের সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Realme Narzo N65 5G ফোনে লোভনীয় ডিসকাউন্ট অফার

রিয়েলমি নারজো এন৬৫ ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে অ্যামাজনে ১০,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে এর সাথে ১,০০০ টাকা কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যার ফলে নারজো এন৬৫ ৫জি এর দাম পড়বে ৯,৪৯৯ টাকা। উল্লেখ্য, ফোনটি ১১,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এর অর্থ আপনি মোট ২,০০০ টাকা ছাড় পাচ্ছেন।

READ MORE:  সবচেয়ে সস্তায় কেনা যাবে Nothing Phone 3a সিরিজ, ফ্লিপকার্ট দিচ্ছে গ্যারান্টেড ভ্যালু অফার | Nothing Phone 3a Guaranteed Exchange Value Offer

এছাড়াও রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার। এক্ষেত্রে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। উপরন্তু, রিয়েলমি নারজো এন৬৫ ৫জি এর সাথে ৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Realme Narzo N65 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো এন৬৫ ৫জি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে চলে। এর সামনে ৬.৬৭-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি আই-কমফোর্ট ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর, ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সহ মোট ১০ জিবি র‌্যাম পাওয়া যাবে।

READ MORE:  Realme 14 5G Launch: বিশ্বের প্রথম Snapdragon 6 Gen 4 প্রসেসর চালিত স্মার্টফোন আনছে Realme, থাকবে 6000mAh ব্যাটারি | Snapdragon 6 Gen 4 soc

ফটোগ্রাফির জন্য Realme Narzo N65 5G ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এটি IP54 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং উপস্থিত। ভেজা হাতে এর টাচ স্ক্রিন কাজ করবে। এই ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  চলে এল Samsung Galaxy S25 সিরিজের এন্টারপ্রাইস এডিশন, পাবেন দুর্দান্ত সিকিউরিটি

Scroll to Top