লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Smartphones: ৭ হাজার টাকার কমে ১২ জিবি পর্যন্ত র‌্যাম সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Moto, Samsung ও Poco ফোন | Top 3 Smartphones under 7000

Published on:

এন্ট্রি লেভেল সেগমেন্টে সেরা স্মার্টফোন নেওয়ার কথা ভাবলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা তিনটি অসাধারণ ফোনের কথা বলবো। এই ডিভাইসগুলি ৭ হাজার টাকার কম দামে পাওয়া যাবে। ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলের শেষ দিনে অর্থাৎ আজ আপনি এগুলি ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাসের সাথে কিনতে পারেন। আমরা যে সেরা তিনটি অপশনের কথা বলবো, তার মধ্যে আছে Moto, Samsung ও Poco এর ফোন।

Poco C61

পোকো সি৬১ এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬৯৯ টাকা। সেলে আপনি এই ডিভাইসটি ৫ শতাংশ ক্যাশব্যাকের সাথে কিনতে পারবেন। এর ইএমআই শুরু হয়েছে ২০১ টাকা থেকে। ফিচারগুলির কথা বললে, এতে ৬.৭১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। এর প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। সেলফির জন্য এতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি হেলিও জি৩৬ প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

READ MORE:  রাত পোহালেই লঞ্চ হচ্ছে Samsung-এর দুই নতুন 5G ফোন, সস্তায় পাবেন ট্রিপল ক্যামেরা | Samsung Galaxy M06 M16 5G India Launch Date 27 February

Motorola G05

মোটোরোলা জি০৫ এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা। ফোন কেনার জন্য আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন, তাহলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর ইএমআই শুরু হবে ২৪৭ টাকা থেকে। এই ফোনে এইচডি প্লাস রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে আছে। এর প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫২০০ এমএএইচ। র‍্যাম বুস্ট ফিচারের মাধ্যমে এর মোট র‍্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।

READ MORE:  Samsung Galaxy F05 Discount: Samsung এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন ৬ হাজার টাকার কমে হবে আপনার, আজই অফার শেষ | Smartphone 50MP Camera Under 6000

Samsung Galaxy F05

স্যামসাং গ্যালাক্সি এফ০৫ এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬২৪৯ টাকা। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি ২২০ টাকা ইএমআই দিয়েও কেনা যাবে। এতে স্টাইলিশ লেদার প্যাটার্ন উপস্থিত। এর এইচডি+ ডিসপ্লের সাইজ ৬.৭৪ ইঞ্চি। এতে হেলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

READ MORE:  Realme GT 7 Memory: ফোনের স্টোরেজ ফুরিয়ে যাওয়ার চিন্তা থেকে মুক্ত করবে রিয়েলমি, দেশে আনছে নতুন চমক | Realme GT 7 Specification

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.