বর্তমানে স্মার্টফোন কেনার সময় অনেকেরই প্রধান বিবেচ্য বিষয় হয়ে উঠেছে ক্যামেরার পারফরম্যান্স। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তাদের জন্য ভালো ক্যামেরা ফোন খুবই দরকারি। তবে ভালো ক্যামেরার জন্যেই যে বেশি দামের ফোন কিনতে হবে, তা কিন্তু নয়। এখন বাজারে ২০ হাজার টাকার নিচে অনেক ভালো ক্যামেরা ফোন পাওয়া যাচ্ছে, যেগুলো স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ব্যাটারি লাইফ অফার করে। চলুন, জেনে নেওয়া যাক এমন কিছু সেরা ডিভাইস সম্পর্কে।
২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন
iQOO Z9x 5G
দাম: ১০,৪৯৯ টাকা (ছাড়ের পরে)
কম বাজেটের মধ্যে যারা একটি ভালো ক্যামেরা ফোন খুঁজছেন, তাদের জন্য iQOO Z9x 5G একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। এই ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ১২০ হার্টজ রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে ও পাঞ্চ-হোল ডিজাইন ফোনটিকে আধুনিক লুক দিয়েছে।
Vivo T3x 5G
দাম: ১২,৪৯৯ টাকা (ছাড়ের পরে)
Vivo T3x 5G একটি ব্যালান্সড পারফরম্যান্স ফোন, যেখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর এবং ৬.৭২ ইঞ্চির বড় ডিসপ্লে। এর ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দৈনন্দিন ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য আদর্শ। ডিভাইসটির ৬০০০ এমএএইচ ব্যাটারি দিনভর চার্জ ছাড়াই ব্যবহারের সুবিধা দেয়।
Realme Narzo 70 Pro
দাম: ১৮,৪৯৯ টাকা
এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৮ মেডিকেল আল্ট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এর ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ভালো মানের ছবি তোলে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট দিয়ে চালিত হওয়ায় গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে ভালো পারফর্ম করে।
Redmi Note 14 Pro Plus
দাম: ১৭,৯৯৯ টাকা (ছাড়ের পরে)
Redmi Note সিরিজের এই ফোনটি ক্যামেরা ফিচারের দিক দিয়ে সত্যিই দারুণ। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল অতিরিক্ত সেন্সর। আবার সামনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফির জন্য বেশ ভালো। যারা একটি ক্যামেরা-ফোকাসড ও অলরাউন্ডার ফোন চান, তাদের জন্য এটি আদর্শ।
Oppo F25 Pro 5G
দাম: ১৯,৯৯৯ টাকা
এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এর ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি ও ভিডিও কলে চমৎকার পারফরম্যান্স দেয়। ডিজাইন ও ফিচারের দিক থেকেও এটি প্রিমিয়াম লুক অফার করে।