এন্ট্রি লেভেল সেগমেন্টে সেরা স্মার্টফোন নেওয়ার কথা ভাবলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা তিনটি অসাধারণ ফোনের কথা বলবো। এই ডিভাইসগুলি ৭ হাজার টাকার কম দামে পাওয়া যাবে। ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলের শেষ দিনে অর্থাৎ আজ আপনি এগুলি ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাসের সাথে কিনতে পারেন। আমরা যে সেরা তিনটি অপশনের কথা বলবো, তার মধ্যে আছে Moto, Samsung ও Poco এর ফোন।
Poco C61
পোকো সি৬১ এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬৯৯ টাকা। সেলে আপনি এই ডিভাইসটি ৫ শতাংশ ক্যাশব্যাকের সাথে কিনতে পারবেন। এর ইএমআই শুরু হয়েছে ২০১ টাকা থেকে। ফিচারগুলির কথা বললে, এতে ৬.৭১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। এর প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। সেলফির জন্য এতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি হেলিও জি৩৬ প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।
Motorola G05
মোটোরোলা জি০৫ এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা। ফোন কেনার জন্য আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন, তাহলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর ইএমআই শুরু হবে ২৪৭ টাকা থেকে। এই ফোনে এইচডি প্লাস রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে আছে। এর প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫২০০ এমএএইচ। র্যাম বুস্ট ফিচারের মাধ্যমে এর মোট র্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
Samsung Galaxy F05
স্যামসাং গ্যালাক্সি এফ০৫ এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬২৪৯ টাকা। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি ২২০ টাকা ইএমআই দিয়েও কেনা যাবে। এতে স্টাইলিশ লেদার প্যাটার্ন উপস্থিত। এর এইচডি+ ডিসপ্লের সাইজ ৬.৭৪ ইঞ্চি। এতে হেলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।