Smartphones: ৭ হাজার টাকার কমে ১২ জিবি পর্যন্ত র্যাম সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Moto, Samsung ও Poco ফোন | Top 3 Smartphones under 7000
এন্ট্রি লেভেল সেগমেন্টে সেরা স্মার্টফোন নেওয়ার কথা ভাবলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা তিনটি অসাধারণ ফোনের কথা বলবো। এই ডিভাইসগুলি ৭ হাজার টাকার কম দামে পাওয়া যাবে। ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলের শেষ দিনে অর্থাৎ আজ আপনি এগুলি ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাসের সাথে কিনতে পারেন। আমরা যে সেরা তিনটি অপশনের কথা বলবো, তার মধ্যে আছে Moto, Samsung ও Poco এর ফোন।
পোকো সি৬১ এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬৯৯ টাকা। সেলে আপনি এই ডিভাইসটি ৫ শতাংশ ক্যাশব্যাকের সাথে কিনতে পারবেন। এর ইএমআই শুরু হয়েছে ২০১ টাকা থেকে। ফিচারগুলির কথা বললে, এতে ৬.৭১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। এর প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। সেলফির জন্য এতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি হেলিও জি৩৬ প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।
মোটোরোলা জি০৫ এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা। ফোন কেনার জন্য আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন, তাহলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর ইএমআই শুরু হবে ২৪৭ টাকা থেকে। এই ফোনে এইচডি প্লাস রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে আছে। এর প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫২০০ এমএএইচ। র্যাম বুস্ট ফিচারের মাধ্যমে এর মোট র্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
স্যামসাং গ্যালাক্সি এফ০৫ এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬২৪৯ টাকা। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি ২২০ টাকা ইএমআই দিয়েও কেনা যাবে। এতে স্টাইলিশ লেদার প্যাটার্ন উপস্থিত। এর এইচডি+ ডিসপ্লের সাইজ ৬.৭৪ ইঞ্চি। এতে হেলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.