Smartphones Waterproof: ওয়াটারপ্রুফ ও ওয়াটার-রেজিস্ট্যান্টের মধ্যে পার্থক্য কী? স্মার্টফোন কেনার আগে অবশ্যই জেনে নিন | Smartphone Waterproof vs Water Resistant Difference
বহু ব্র্যান্ড স্মার্টফোনের বিজ্ঞাপন করার সময় ওয়াটারপ্রুফ অথবা ওয়াটার রেজিস্ট্যান্ট শব্দগুলি ব্যবহার করে থাকে। কিন্তু, দুই বৈশিষ্ট্যের মধ্যে বড় তফাৎ রয়েছে। ব্র্যান্ডগুলির প্রচারণায় পা না দিয়ে এর মধ্যে কী পার্থক্য রয়েছে তা জেনে রাখা উচিত। বিশেষ করে নতুন স্মার্টফোন কেনার আগে ওয়াটার-রেজিস্ট্যান্ট বা ওয়াটারপ্রুফ, দুই বৈশিষ্ট্য যাচাই করা বুদ্ধিমত্তার পরিচয়।
জল-প্রতিরোধী স্মার্টফোনগুলি এমনভাবে তৈরি করা হয়, যাতে হালকা বৃষ্টি, দুর্ঘটনাজনিত জলের ছিটে বা ঘামের মতো সামান্য জলের সংস্পর্শ এটি সহ্য করতে পারে। তবে, এই ফোনগুলি জলের ক্ষতি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত নয়। অল্প পরিমাণ জল প্রতিরোধী করার জন্য একটি বিশেষ আবরণ প্রয়োগ করা হয়। তবে এই ধরনের ফোন যদি জলে ডুবে থাকে, তাহলে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি।
একটি ওয়াটারপ্রুফ স্মার্টফোন এমন ভাবে তৈরি করা হয় যা জল ভিতরে ঢুকতে বাধা দেয়। এমনকী ডুবে গেলেও ক্ষতি কম হয়। মূলত এই ধরনের ফোনে থাকে আইপি৬৮ বা আইপি৬৯ রেটিং যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জলের নীচে স্মার্টফোন রক্ষা করতে সাহায্য করে।
আইপি বা ইনগ্রেস প্রোটেকশন রেটিং থেকে বোঝা যায়, কোনও স্মার্টফোন কতটা প্রতিরোধী। যেমন, আইপিএক্স৪-আইপিএক্স৬ বোঝায় এটি ঝাপটা এবং হালকা বৃষ্টি সহ্য করতে পারে। আবার আইপিএক্স৭-আইপিএক্স৯কে নির্দেশ করে যে, সাঁতার কাটার সময়, জলের নীচে ব্যবহার এবং অনেক বেশি জলের সংস্পর্শেও ফোনটি সুরক্ষিত থাকবে। তাই নতুন ফোন কেনার আগে আইপি রেটিং এবং উপরোক্ত সূচকগুলি মাথায় রাখা উচিত।
২৪ ঘণ্টার মধ্যে ৫ ঘণ্টা চলে যায় শুধু মোবাইল ঘাঁটাতেই। এই অভ্যাসের ফলে উৎপাদনশীলতা কতটুকু?…
গরিলা গ্লাস সেরামিক ১ মিটার উপর থেকে ১০ বার নীচে পড়ে টিকে গিয়েছে৷ মটোরোলা প্রথম…
Vivo X200 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলে লঞ্চ লঞ্চ হতে চলেছে। এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে…
লাভা অ্যানিভার্সারি সেলটি কোম্পানির অফিসিয়াল ই-স্টোর এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্টে ৩০ মার্চ অনুষ্ঠিত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৯শে মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভিভো টি৪এক্স ৫জি স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৪,৯৯৯ টাকায় লঞ্চ…
This website uses cookies.