লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Snowfall In Sikkim: গরমে ব্যাপক তুষারপাত সিকিমে, কোথায় কোথায় দেখতে পারবেন স্নো ফল? রইল ঠিকানা | Nathula, Baba Mandir Tsongmo Lake Snowfall

Published on:

সহেলি মিত্র, কলকাতা: নতুন বছরের শুরুতেই রীতিমতো লটারি লাগল পর্যটকদের। বিশেষ করে যারা সিকিম গিয়েছেন বা সিকিম যাবেন বলে প্ল্যান করছেন তাঁদের জন্য রইল দারুণ সুখবর। আপনি এখনো অবধি যদি নাথুলা পাস বা ছাঙ্গু লেকে না গিয়ে থাকেন তাহলে ঝটপট প্ল্যান করে নিন। কারণ সেখানে এই গরমে হচ্ছে তুষারপাত। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। যারা সেখানে গিয়েছেন তাঁদের কাছে ব্যাপারটা রীতিমতো অপ্রত্যাশিত। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সিকিমে ব্যাপক তুষারপাত | Snowfall In Sikkim |

নববর্ষের শুরুতেই ব্যাপক গরম পড়ছে বাংলায়। আগেও পড়ছিল। যাইহোক, গরমের পাশাপাশি মাঝে মধ্যে বইছে কালবৈশাখী। হচ্ছে বৃষ্টিও। কিন্তু গরম থেকে যেন কিছুতেই রেহাই মিলছে না। ফলে কমবেশি এখন সকলেরই গন্তব্য দার্জিলিং বা সিকিম। তবে যাদের গন্তব্য এখন সিকিম কিংবা ইতিমধ্যেই সেখানে রয়েছেন তাঁদের তো পোয়াবারো। এই গরমে সিকিমের বেশ কিছু অংশে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে।

READ MORE:  Gayen Garden: কলকাতার অদূরেই রয়েছে এক টুকরো মিনি ইউরোপ, একবার ঘুরতে গেলে হয়ে যাবেন মুগ্ধ | Dhanyakuria Tourist Spot Near Kolkata

নাথুলা থেকে শুরু করে বাবা মন্দির, কালাপাথর, ছাঙ্গুতে ব্যাপক মাত্রায় তুষারপাত হচ্ছে। আর এতটাই পরিস্থিতি খারাপের পর্যায়ে চলে গেছে যে পর্যটকদের গাড়ি আটকে গিয়েছে বরফে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তুষারপাতে আটকে বহু পর্যটক

জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল, মঙ্গলবার ভারী তুষারপাতের কারণে শয়ে শয়ে যানবাহন এবং পর্যটক আটকে পড়েছেন নাথুলা, ছাঙ্গুতে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বৈধ পারমিট সহ ১,৫০০ টিরও বেশি যানবাহনকে দিনের শুরুতে মনোরম রুটে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, যার মধ্যে অনেকগুলি এখন বরফ জমে থাকার কারণে রীতিমতো অচল।

READ MORE:  অনেকের রেশন কার্ড বন্ধের পথে! কেন্দ্রের প্রস্তাবে সম্মতি দিল রাজ্য

ক্ষতিগ্রস্ত এলাকা, বিশেষ করে চাঙ্গু লেক-নাথুলা পাস ও আশেপাশের এলাকা তীব্র তুষারপাতের কবলে পড়েছে।  যার ফলে তীব্র যানজট এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে পড়ে পর্যটকদের মাথায় হাত। অবশ্য আবার কিছু জন খুশি এই গরমে সিকিমে বরফ পেয়ে। এখনো অবধি যা জানা যাচ্ছে, আটকে পড়া পর্যটকদের সহায়তা করার জন্য জেলা কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দলগুলি দ্রুত ত্রাণের ব্যবস্থা করেছে। সেইসঙ্গে সকলকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

READ MORE:  বাড়ছে সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা? জানিয়ে দিল কেন্দ্র

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.