লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Solar AC: লাগবে না বিদ্যুৎ, AC চলবে ব্যাটারিতে! গরমে হাঁসফাঁস করার দিন শেষ | Solar Power Air Conditioning

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: এই ভ্যাঁপসা গরমে আর বিদ্যুতের বিল নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, এই কাটাফাটা গরমে সোলার এসি (Solar AC) নিয়ে এসেছে চমক। একবার কল্পনা করুন তো, আপনি সারা দিনরাত এসি চালাচ্ছেন, আর মাসে বিদ্যুৎ বিল আসছে শূন্য! না, অবাক হওয়ার কিছু নেই। এটাই সত্যি। বরং সোলার প্রযুক্তির মাধ্যমে এই ম্যাজিক ঘটানো সম্ভব।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

প্রচন্ড গরমে এখন সোলার এসিতে পাওয়া যাচ্ছে বরফের মত ঠান্ডা। তাও বিদ্যুৎ বিলের সাশ্রয় ঘটিয়ে। সোলার এসি নামটির সাথে কমবেশি সকলেই পরিচিত। তবে কীভাবে পাবেন, কোথা থেকে কিনবেন? সেই নিয়ে নানা রকম প্রশ্ন থাকে। যদি আপনি মাসের পর মাস হাজার হাজার টাকার বিদ্যুতের বিল সাশ্রয় করতে চান, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরে বিকল্প। আমরা আজকের প্রতিবেদনে জানিয়ে দেব 1.5 টন সোলার এসির দাম, কোথা থেকে কিনবেন এবং এতে কতটা বিদ্যুতের বিল সাশ্রয় হবে সেই সম্পর্কে তথ্য।

READ MORE:  চাকরি বাতিলের মাঝেই বড় পদক্ষেপ বিকাশ ভবনের

1.5 টন সোলার এসির দাম

সূত্র বলছে, সোলার এসি কিছুটা ব্যয়বহুল। তবে এটি এককালীন বিনিয়োগ। একবার ইন্সটল করলেই আর ঝামেলা থাকবে না বিদ্যুতের বিলের। সঙ্গে সোলার প্যানেল এবং ব্যাটারিও পাবেন বিনামূল্যে। বেশ কিছু সূত্র খতিয়ে জানা গেল, এক্সাল্টা নামের একটি কোম্পানি সোলার এসি বিক্রি করে। তাদের 1.5 টন সোলার এসি ছয়টি সোলার প্যানেল এবং 300AH লিথিয়াম ব্যাটারি সহ 2,70,032 টাকায় পাওয়া যায়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জানিয়ে রাখি, এই সোলার এসি দিনের বেলায় সোলার প্যানেল থেকে শক্তি নিয়ে কাজ করবে, আর সূর্যাস্তের পর ব্যাটারির সাহায্যে ঘরকে ঠান্ডা রাখবে। এছাড়া অন্য একটি কোম্পানি রয়েছে মোসেটা, যারা 1,05,000 টাকায় সোলার এসি বিক্রি করে। এতে 350 ওয়াটের দুটি প্যানেল থেকে অথবা 550 ওয়াটের একটি প্যানেল থাকে। আর এই এসিটিতে সৌরশক্তির পাশাপাশি 0.5 অ্যাম্পিয়ার শক্তিও প্রয়োজন হয়। যার মানে খুব কম পরিমাণে বিদ্যুত লাগবে।

READ MORE:  কুম্ভে শিবরাত্রিতে ভেঙে পড়তে পারে ভিড়! এই স্টেশন বন্ধ করে দিল রেল! কবে খুলবে?

সোলার এসি কেন কিনবেন?

দেখুন, সোলার এসি শুধুমাত্র যে বিদ্যুত সাশ্রয় করবে এমনটাও নয়। এটি পরিবেশবান্ধবও বটে। কারণ এটি সৌরশক্তি ব্যবহার করে চলে, যা সম্পূর্ণ পুনর্নবীকরণ যোগ্য। পাশাপাশি এটি আপনাকে প্রকৃতির শীতলতা দেবে, বিশেষত গরমের দিনে যখন আপনার প্রয়োজন বরফের মতো ঠান্ডা এবং আরামদায়ক পরিবেশ। যেহেতু সোলার প্যানেলগুলি দিনেরবেলা সূর্যের আলো থেকে অতিরিক্ত শক্তি সংগ্রহ করে এবং ব্যাটারি ব্যবহার করে রাতে কাজ চালিয়ে যেতে পারে, তাই 24 ঘন্টাই ঘর থাকবে বরফের মত ঠান্ডা। 

READ MORE:  পৃথিবীর থেকে ৫ গুণ বড়! মহাকাশে হিরের গ্রহ অবিস্কার NASA-র বিজ্ঞানীদের

সোলার এসির ভবিষ্যৎ

যদি মানুষ বিদ্যুতের বিলের চিন্তা থেকে মুক্তি পেতে চায়, তাহলে সোলার এসির চাহিদা দিনের পর দিন বাড়বে। বিশেষ করে গ্রামীণে এলাকাগুলিতে, যেখানে বিদ্যুৎ সাপ্লাই সীমিত। সেখানে সোলার এসি হতে পারে সেরা বিকল্প। তাই এই গরমের দিনে ঠান্ডা থাকতে এবং বিদ্যুতের বিলের চাপ থাকে মুক্তি পেতে এখনই সোলার এসি কিনে ঘরে লাগিয়ে ফেলুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.