লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Sony LinkBuds Fit WF-LS910N Earbuds Launched: সাউন্ড নিয়ে কথা হবে না! ANC ফিচার সহ লঞ্চ হল Sony-র নতুন ইয়ারবাডস, দাম কত | Sony LinkBuds Fit WF-LS910N Price in India

Published on:

ভারতে লঞ্চ হল Sony LinkBuds Fit WF-LS910N ইয়ারবাডস। এর দাম রাখা হয়েছে 18990 টাকা। ওজনে খুব হালকা এই ইয়ারফোনটি ব্ল্যাক, হোয়াইট ও গ্রীন কালারে পাওয়া যাবে। এর সাথে বিনামূল্যে Sony SRS-XB100 ব্লুটুথ স্পিকার বিনামূল্যে পাওয়া যাবে। এই অফার সীমিত সময়ের জন্য। এটি amazon.in থেকে কেনা যাবে।

Sony LinkBuds Fit WF-LS910N এর ফিচার ও স্পেসিফিকেশন

কমফোর্ট ডিজাইন সহ আসা সনি ইয়ারবাডসটি সিলিকন টিপস সহ এসেছে। আর চার্জিং কেস ও ইয়ারবাডসে রিসাইকেল প্ল্যাস্টিক ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর হোয়াইট ও গ্রীন কেসে মার্বেলের মতো প্যাটার্ন দেখা যাবে।

READ MORE:  বাজেট ১৩ থেকে ১৫ হাজার টাকা? স্যামসাং, এলজি ও শাওমির Smart LED TV -র সন্ধান আপনার জন্য

সনি লিঙ্কবাডস ফিট সিরিজের এই ইয়ারবাডসে 8.4mm ডায়নামিক ড্রাইভার এক্স দেওয়া হয়েছে। এতে LDAC প্রযুক্তি সাপোর্ট করবে, যা হাই রেজোলিউশন ওয়্যারলেস অডিও সাপোর্ট করবে। মিউজিক কম্প্রেস করার জন্য এতে AI ফিচার উপস্থিত। ইয়ারবাডসটি নয়েজ রিডাকশন আইসোলেট ভয়েস ফিচার সহ এসেছে। আর আইপিএক্স4 ঘাম ও জল প্রতিরোধী রেটিং সহ লঞ্চ হওয়া অডিও ডিভাইসটি অ্যাডাপ্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার অফার করবে।

READ MORE:  স্টাইলিশ ডিজাইন সহ ৪০ ঘন্টা ব্যাটারি, Zebronics লঞ্চ করল প্রথম Open Ear ইয়ারবাডস

এদিকে Sony LinkBuds Fit WF-LS910N ইয়ারবাডসে 360 রিয়েলিটি অডিও এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। এরজন্য সনি হেডফোন কানেক্ট অ্যাপ ব্যবহার করতে হবে।এতে ব্লুটুথ 5.3 আছে, যা দ্রুত ডিভাইস কানেক্ট করবে। ইয়ারবাডসটি কেস সহ 21 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করায় 5 মিনিটের চার্জে বাডগুলি 1 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

READ MORE:  Oppo Pad 4 Pro Specification: ল্যাপটপের মতো বড় ডিসপ্লে ও 12000mAh ব্যাটারির সাথে আসছে Oppo-র নতুন ট্যাব | Oppo Pad 4 Pro 3K Display

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.