Sony Xperia 1 VII Feature: বাজার কাঁপাতে দুর্ধর্ষ ক্যামেরার ফোন আনছে Sony, সামনে ভিভো-স্যামসাং টিকতে পারবে? | Sony Xperia 1 VII Exmor T Camera Sensors
Sony এখন তাদের হোম মার্কেট জাপান ছাড়া অন্য কোথাও সেভাবে স্মার্টফোন বিক্রি করে না। সংস্থাটি তাদের নতুন ফ্ল্যাগশিপের উপর কাজ শুরু করেছে বলে খবর সামনে এসেছে। Xperia 1 VII নামে সেই ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে বিশাল আপগ্রেড আসবে বলে জল্পনা চলছে। জাপানের একটি প্রকাশনা দাবি করেছে যে, Sony Xperia 1 VII-এর তিনটি ব্যাক ক্যামেরাতেই তাদের লেটেস্ট Exmor T সেন্সর অন্তর্ভুক্ত করছে।
উল্লেখ্য, গত বছরের Xperia 1 VI মডেলটির শুধু প্রাইমারি ক্যামেরায় ওই সেন্সর ব্যবহার করা হয়েছিল। এটি সোনির নতুন স্ট্যাকড CMOS সেন্সর যা একটি দ্বি-স্তরীয় ট্রানজিস্টর পিক্সেল প্রযুক্তি ব্যবহার করে। সেন্সরটি উল্লেখযোগ্যভাবে নয়েজ কমায়, কম আলোতে পারফরম্যান্স বৃদ্ধি করে ও পুরানো Exmor R সেন্সরের তুলনায় ডাইনামিক রেঞ্জ উন্নত করে।
Sony Xperia 1 VII-এর সেন্সরের আকার এবং মেগাপিক্সেল অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে। প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের হবে। আল্ট্রাওয়াইড এবং টেলিফটো ক্যামেরার জন্য ১২ মেগাপিক্সেলের জোড়া ইউনিট থাকবে। প্রতিটি লেন্সে এক্সমোর টি সেন্সরের উপস্থিতি ইমেজ কোয়ালিটিকে আলাদা স্তরে নিয়ে যাবে।
Sony প্রতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে Xperia 1 সিরিজের ফোন লঞ্চ করার ধারাবাহিক রেকর্ড বজায় রেখেছে। ফলে ২০২৫ সালে একই সময়ে Xperia 1 VI বাজারে আসতে পারে। লঞ্চের সময় এগিয়ে আসার সাথে সাথে আরও তথ্য প্রকাশ হবে বলে আশা রাখা যায়। এখন দেখার বিষয় সোনির নতুন ফোনটি ক্যামেরার দিক থেকে Galaxy S25 Ultra অথবা vivo X200 Pro-এর মতো মূলধারার ফ্ল্যাগশিপকে কতটা টেক্কা দেয়।
ভারতীয় রেলে ভুয়া টিকিট পরীক্ষকদের (TTE) প্রতারণা থেকে যাত্রীদের রক্ষা করতে নতুন প্রযুক্তি ও নিয়ম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও বিগড়েছে। 26 জন…
গরমকাল আসলেই যেন ফ্রিজ ছাড়া দিন চলে না। আর তেমনই ফ্রিজের (Fridge) একটি সবথেকে বড়সড়…
দক্ষিণ-পূর্ব রেলের পূর্ব নির্ধারিত নন-ইন্টারলকিং উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের…
সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো পরিষেবা? এখন এই প্রশ্ন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে অর্থপ্রাপ্তি নির্ভর করে ভাগ্যের ওপর! রাশিচক্রের পরিবর্তন ও শুভ সময় অনুযায়ী…
This website uses cookies.