বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের দাদার মুকুটে নয়া পালক। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পুরনো দায়িত্ব পেয়েছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। হ্যাঁ, ICC-র পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে মহারাজকে। গতকাল অর্থাৎ রবিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে দাদার পুনর্নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয়। জানিয়ে রাখি, সৌরভ ছাড়াও ভারতীয় ক্রিকেটের আরেক উজ্জ্বল নক্ষত্র ভিভিএস লক্ষ্মণকেও নতুন দায়িত্ব দিয়েছে জয় শাহর সংস্থা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দাদার প্রত্যাবর্তন
2021 সালে প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপার্সন পদে অভিষিক্ত হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে চুক্তি অনুযায়ী 3 বছরের মেয়াদ শেষ হতেই স্বইচ্ছায় পথ ছাড়েন দাদা।
এরপর দাদার শূন্যস্থান ভরাট করতে একেবারে মরিয়া হয়ে উঠেছিল ICC। শেষমেষ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই ঠিক হয়ে গেল দাদার পুরনো ঠিকানা। বলা বাহুল্য, সৌরভ গাঙ্গুলির আগে ICC-র পুরুষ ক্রিকেটারদের চেয়ারপার্সন ছিলেন অনিল কুম্বলে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অবশ্যই পড়ুন: চুপিসারে অন্য দেশের সঙ্গে চুক্তি, চরম বিশ্বাসঘাতকতা শ্রীলঙ্কার, বিরাট ক্ষতি ভারতের
প্রসঙ্গত, মহারাজ ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পুরুষদের ক্রিকেট কমিটিতে জায়গা হয়েছে আরও বেশ কয়েকজন নামজাদা খেলোয়াড়ের। প্রথমত, দাদার পাশাপাশি ভারতের কিংবদন্তি ক্রিকেটার লক্ষ্মণকে ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নির্বাচন করেছে ICC।
একই সাথে, আফগানিস্তানের প্রাক্তন বোলার হামিদ হাসান থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ডেসমন্ড হেইনস, প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা সহ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রটকে বিভিন্ন পদে নিয়োগ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।