Sourav Ganguly In Khakee 2: গোপনে শ্যুটিং সারলেন সৌরভ! প্রসেনজিৎদের খাকি ২-তে এই চরিত্রে মহারাজ | Sourav Ganguly Acted In Khakee 2
বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ খাকি 2-তে অভিনয় করছেন মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)! সম্প্রতি এমন খবরই উঠে এসেছে সংবাদ শিরোনামে। বেশ কিছুদিন আগে বাংলার দুই মহান নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ-কে একসঙ্গে শ্যুটিং সেটের ছবি শেয়ার করতে দেখে হইচই পড়ে গিয়েছিল ভক্ত মহলে। এবার সেই জল্পনায় যোগ দিলেন দাদা সৌরভও।
মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে শ্যুটিং সেরেছেন 22 গজের নায়ক তথা দাদাগিরির সঞ্চালক সৌরভ গাঙ্গুলী। এদিন পরনে পুলিশের খাকি পোশাক পরে শ্যুটিং সেটে উপস্থিত হয়েছিলেন মহারাজ। সৌরভের চেহারার সাথে খাকি পোশাকও বেশ মানানসই ছিল। মঙ্গলবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে একেবারে দক্ষ অভিনেতার ভূমিকা পালন করতে দেখা গিয়েছে সৌরভকে।
আর এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি প্রসেনজিৎদের সাথে খাকি 2 ওয়েব সিরিজে অভিনয় করছেন গাঙ্গুলী? উত্তর মিলেছে ভিন্ন অঙ্কে। সূত্রের খবর, সরাসরি খাকি 2 ছবিতে অভিনয় করছেন না সৌরভ। ব্যাপারটা খোলসা করে বলতে গেলে খাকি 2-এর একটি বিজ্ঞাপনী ছবির জন্য বেছে নেওয়া হয় দাদাগিরি সঞ্চালককে। আর এরপরই মঙ্গলবার বারুইপুরের স্টুডিওতে শ্যুট করেছেন মহারাজ।
খোজ নিয়ে জানা গেল, খাঁক 2 বিজ্ঞাপনী ছবির জন্য পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ। জানা যায়, ছবির শ্যুটিংয়ের জন্য পুলিশ অফিসার প্রয়োজন, জানতে পেরেই একেবারে পুলিশি পোশাকে অডিশন দিতে চলে এসেছেন দাদা সৌরভ। এমন দৃশ্যই ফুটিয়ে তোলা হচ্ছে বিজ্ঞাপনী ছবিটিতে। জানা গিয়েছে, এই বিজ্ঞাপনী ছবিটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
দাদা সৌরভ গাঙ্গুলীর পাশাপাশি খাকি 2 বিজ্ঞাপনী ছবিটিতে পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন সম্প্রতি ফুটপাতে নতুন খাবারের স্টার্টআপ শুরু করা পরিচালক অয়ন সেনগুপ্ত। জানা গিয়েছে, বিজ্ঞাপনের ছবিটিতে এই অয়নের কাছেই অডিশন দিতে এসেছেন সৌরভ। ছবিটিতে প্রোডাকশন বয়ের চরিত্রে অভিনয় করেছেন দেবাশিস রায়।
সবমিলিয়ে গাঙ্গুলীকে নিয়ে এ কথা পরিষ্কার যে, তিনি সরাসরি খাকি 2 ওয়েব সিরিজে অভিনয় না করে সেটির বিজ্ঞাপনী ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। আর তাতেই উন্মাদনা তুঙ্গে সৌরভ ভক্তদের।
প্রসঙ্গত, মূলত বিহারের আদলে বাংলার অপরাধ জগত নিয়ে নির্মীয়মান বাংলা ওয়েব সিরিজ খাকি 2 পরিচালনা করছেন দেবাত্মা মন্ডল ও তুষার কান্তি রায়। জানা যাচ্ছে, এই ওয়েব সিরিজটি আগামী 20 মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক ও রাহুল দেব বোসরা।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.