লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Sourav Ganguly: KKR-র বারবার হারের পিছনের আসল কারণ জানালেন সৌরভ | Sourav Reveals The Reason Of KKR’s Defeat

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এ মরসুমে একেবারে ভিন্ন চেহারায় দেখা যাচ্ছে। সহজ ম্যাচে ভুল পরিকল্পনার কারণে একের পর এক হারের লজ্জা নিয়ে একেবারে চেনা ছন্দ হারাতে বসেছে KKR। শেষবারের মতো মুম্বইয়ের টোপ হয়ে লজ্জার পরাজয় ভুলে ঘরের মাঠে নিজাম বধ করেছিল নাইটরা। মঙ্গলবার সেই হোম গ্রাউন্ডেই একেবারে জেতা ম্যাচ হাতছাড়া হল রাহানে বাহিনীর। এমতাবস্থায়, কলকাতার এমন দুরবস্থা নিয়ে মুখ খুলেছেন মহারাজ সৌরভ গাঙ্গুল (Sourav Ganguly)। দাদার স্পষ্ট বক্তব্য, এই ম্যাচ কেউ হারে নাকি!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

KKR-র ব্যাটিং অর্ডারে খুশি নন সৌরভ!

গতকাল বহু অপেক্ষিত ম্যাচে হারে ফিরেছে KKR। লখনউয়ের বিরুদ্ধে ব্যাটে-বলে প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে রাহানের দল। এহেন আবহে গতকালই ইডেনে কলকাতার এমন দুরবস্থা সম্পর্কে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা মহারাজ সৌরভ গাঙ্গুল। প্রাক্তন দলের এমন অবস্থা জেনে দাদা বলেন, এই ম্যাচ কে হারে! একেবারে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে KKR-র।

READ MORE:  MS Dhoni On Retirement: IPL-র মাঝেই বিদায়? অবসরের কথা জানালেন ধোনি! | MS Dhoni Hints Of Retirement

এদিন দলের খারাপ সময়ে ভুল পরিকল্পনা নিয়ে মুখ খোলেন দাদা। সৌরভের বক্তব্য, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা দলের সেরা ফিনিশার। তা জানা সত্ত্বেও এমন খেলোয়াড়দের কেউ এত নিচে নামায়? কলকাতা নাইট রাইডার্সকে তাদের ব্যাটিং অর্ডার নিয়ে অনেক ভাবতে হবে। এদিন দাদার বক্তব্যে একথা স্পষ্ট ছিল যে, তিনি কলকাতার ব্যাটিং অর্ডার নিয়ে মোটেও সন্তুষ্ট নন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সমাধানও খুঁজে দিলেন মহারাজ?

মঙ্গলবারের রাতে স্বপ্নের সময় কাটাচ্ছিল LSG। আর সেই সময়েই কলকাতার ব্যর্থতাকে চিহ্নিত করে সমাধান খোঁজার চেষ্টা করছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুল। এদিন নাইটদের বড় ব্যর্থতাকে সামনে এনে মহারাজ সৌরভ জানান, KKR তাদের পরিকল্পনা নিয়ে আরও ভাবুক।

অবশ্যই পড়ুন: ৪ কারণে ঘরের মাঠেও KKR-কে জেতাতে পারলেন না রাহানে

দলকে কীভাবে সাজানো যায়, সে বিষয়ে গভীর আলোচনা দরকার। এদিন দাদা মূলত জোর দিয়েছিলেন ফিনিশারদের অবস্থানের ওপর। সৌরভের প্রধান বক্তব্য ছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে দলের দুই সেরা ফিনিশার আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংকে সাত-আট নম্বরে নামানোটা কখনই ঠিক নয়। সব মিলিয়ে, সৌরভের কথায় নাইটের ব্যাটিং অর্ডারে অসংগতি রয়েছে! এখন দেখার, মহারাজের উপদেশে কান দিয়ে KKR ম্যানেজমেন্ট তাদের পরিকল্পনা বদলায় কিনা।

READ MORE:  চ্যাম্পিয়নস ট্রফির পর এবার এশিয়া কাপে ভারত, পাকিস্তান মহারণ! কবে থেকে শুরু টুর্নামেন্ট?

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.