Sourav Ganguly: KKR-র বারবার হারের পিছনের আসল কারণ জানালেন সৌরভ | Sourav Reveals The Reason Of KKR's Defeat
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এ মরসুমে একেবারে ভিন্ন চেহারায় দেখা যাচ্ছে। সহজ ম্যাচে ভুল পরিকল্পনার কারণে একের পর এক হারের লজ্জা নিয়ে একেবারে চেনা ছন্দ হারাতে বসেছে KKR। শেষবারের মতো মুম্বইয়ের টোপ হয়ে লজ্জার পরাজয় ভুলে ঘরের মাঠে নিজাম বধ করেছিল নাইটরা। মঙ্গলবার সেই হোম গ্রাউন্ডেই একেবারে জেতা ম্যাচ হাতছাড়া হল রাহানে বাহিনীর। এমতাবস্থায়, কলকাতার এমন দুরবস্থা নিয়ে মুখ খুলেছেন মহারাজ সৌরভ গাঙ্গুল (Sourav Ganguly)। দাদার স্পষ্ট বক্তব্য, এই ম্যাচ কেউ হারে নাকি!
গতকাল বহু অপেক্ষিত ম্যাচে হারে ফিরেছে KKR। লখনউয়ের বিরুদ্ধে ব্যাটে-বলে প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে রাহানের দল। এহেন আবহে গতকালই ইডেনে কলকাতার এমন দুরবস্থা সম্পর্কে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা মহারাজ সৌরভ গাঙ্গুল। প্রাক্তন দলের এমন অবস্থা জেনে দাদা বলেন, এই ম্যাচ কে হারে! একেবারে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে KKR-র।
এদিন দলের খারাপ সময়ে ভুল পরিকল্পনা নিয়ে মুখ খোলেন দাদা। সৌরভের বক্তব্য, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা দলের সেরা ফিনিশার। তা জানা সত্ত্বেও এমন খেলোয়াড়দের কেউ এত নিচে নামায়? কলকাতা নাইট রাইডার্সকে তাদের ব্যাটিং অর্ডার নিয়ে অনেক ভাবতে হবে। এদিন দাদার বক্তব্যে একথা স্পষ্ট ছিল যে, তিনি কলকাতার ব্যাটিং অর্ডার নিয়ে মোটেও সন্তুষ্ট নন।
মঙ্গলবারের রাতে স্বপ্নের সময় কাটাচ্ছিল LSG। আর সেই সময়েই কলকাতার ব্যর্থতাকে চিহ্নিত করে সমাধান খোঁজার চেষ্টা করছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুল। এদিন নাইটদের বড় ব্যর্থতাকে সামনে এনে মহারাজ সৌরভ জানান, KKR তাদের পরিকল্পনা নিয়ে আরও ভাবুক।
অবশ্যই পড়ুন: ৪ কারণে ঘরের মাঠেও KKR-কে জেতাতে পারলেন না রাহানে
দলকে কীভাবে সাজানো যায়, সে বিষয়ে গভীর আলোচনা দরকার। এদিন দাদা মূলত জোর দিয়েছিলেন ফিনিশারদের অবস্থানের ওপর। সৌরভের প্রধান বক্তব্য ছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে দলের দুই সেরা ফিনিশার আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংকে সাত-আট নম্বরে নামানোটা কখনই ঠিক নয়। সব মিলিয়ে, সৌরভের কথায় নাইটের ব্যাটিং অর্ডারে অসংগতি রয়েছে! এখন দেখার, মহারাজের উপদেশে কান দিয়ে KKR ম্যানেজমেন্ট তাদের পরিকল্পনা বদলায় কিনা।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ৩রা এপ্রিল বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Scam)…
সহেলি মিত্র, কলকাতা: নববর্ষের আবহে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে রীতিমতো লটারি লাগল…
রিয়েলমি তাদের নতুন 5G স্মার্টফোন Realme 14T 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। ২৫…
This website uses cookies.