South Bengal Rain: ৬ জেলায় দুর্যোগ, দক্ষিণবঙ্গে দু’দিন পরপর বৃষ্টি, বাংলায় শীত ফিরবে আর? | West Bengal Winter And Rain Forecasting

সৌভিক মুখার্জী, কলকাতা: শীতের বিদায় নেওয়ার ইঙ্গিত পুরোপুরি স্পষ্ট। কিন্তু ফাল্গুনের শুরুতেই ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির (South Bengal Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে বলে খবর। তবে এই বৃষ্টি ভারি হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং আবহাওয়া কেমন থাকবে।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন কোন জেলায় বৃষ্টি হবে?

আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। 

READ MORE:  Weather Update: ৪৮ ঘণ্টায় বিরাট মুড বদল, বাংলার ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আগামীকালের আবহাওয়া | Temperature Again Rise After Holi

আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া এবং হুগলি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন এই বৃষ্টি?

আবহাওয়াবিদদের মতে, মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই বৃষ্টি কোন প্রবল নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের জেরে নয়। তাই বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট কমতে শুরু করলেও উত্তরবঙ্গে এখনো কুয়াশার আধিপত্য বজায় থাকবে। যেমনটা জানা যাচ্ছে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার আধিপত্য দেখা যাবে।

READ MORE:  Weather Today: শিউরে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার বিরাট বদল, তাপমাত্রা নামবে হু হু করে | South Bengal Temperature Will Slightly Down

তাপমাত্রার পরিবর্তন এবং আদ্রতার হার

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মোটামুটি ২৭% থেকে ৯৪% এর মধ্যে ঘোরাঘুরি করছে। তবে এই বৃষ্টি অস্থায়ী এবং এতে তাপমাত্রার বড়সড় কোন পরিবর্তন হবে না। আবহাওয়াবিদদের মতে, বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কারণে রাতের দিকে স্বাভাবিকের তুলনায় একটু বেশি ঠান্ডা অনুভূতি হতে পারে।

READ MORE:  Weather Update: দোলের দিন থেকেই দক্ষিণবঙ্গে হিটওয়েভ, ৪ জেলায় চরম সতর্কবার্তা! আগামীকালের আবহাওয়া | Temperature Will Be So High In South Bengal

বুধবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে এই হালকা বৃষ্টি, যা বৃহস্পতিবার আরও দাপট বাড়াবে। তবে এটি কোনো ভারী বা অতিভারী বৃষ্টি নয়। তাই চিন্তার কোন কারণ নেই। উত্তরবঙ্গে কুয়াশার দাপট অব্যাহতই থাকবে। তবে এই বৃষ্টি শীত ফেরানোর কোনরকম ইঙ্গিত আপাতত দিচ্ছে না। বসন্তের শুরুতে এই আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

Scroll to Top