South Bengal Rain: দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? জানিয়ে দিল আবহাওয়া দফতর | Rain In West Bengal Weather Update
সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন সপ্তাহের শুরুতেই বাংলার আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। বুধবার থেকে টানা চারদিন বৃষ্টি হবে রাজ্যে। হ্যাঁ ঠিকই শুনেছেন, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে পারদের পরিমাণ বাড়বে এবং শীত একেবারে বিদায় নিতে চলেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে, 19শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকে 22শে ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। হাওয়া অফিসের মতে, 19শে ফেব্রুয়ারি, বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু অঞ্চলে। পাশাপাশি 20ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি হয়েছে।
এছাড়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21শে ফেব্রুয়ারি, শুক্রবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির দাপট বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। 22শে ফেব্রুয়ারি, শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জানিয়ে রাখি, বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির কারণে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়াবিদরা যেমনটা জানাচ্ছে, উত্তরবঙ্গে এই সপ্তাহে বৃষ্টিপাত কম হবে। তবে দার্জিলিং ও কালিম্পং-এর বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টি ও উঁচু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবেই বলে খবর।
বৃষ্টিপাত তো হল, এবার আসি তাপমাত্রায় কথায়। শহর কলকাতায় 17ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 17.3 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে প্রায় 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার পারদের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। সর্বনিম্ন তাপমাত্রা হবে 19.8 ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার আরো বেড়ে তা হবে 23.2 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী দুই থেকে চার দিন তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া পরিবর্তনের মূল কারণ হিসেবে আবহাওয়াবিদরা যে বিষয়টিকে উল্লেখ করছে সেটা হল পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই রাজ্যে বৃষ্টি হবে। যদিও বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি হবে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দক্ষিণ-পূর্ব বাতাসের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এই বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। তাই শীতের প্রত্যাবর্তনের আশা আর না করাই ভালো।
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠছে ভারতীয় রেল। এখন রেলে ভ্রমণ…
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
This website uses cookies.