South Bengal Weather: কাঠফাটা গরম থেকে মিলবে রেহাই! দক্ষিণবঙ্গে বৃষ্টির দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর | Rain Possibility In South Bengal

সৌভিক মুখার্জী, কলকাতাঃ দোল কাটতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) বদলের আভাস। বিগত কয়েকদিন ধরে কলকাতা সহ একাধিক জেলায় তীব্র গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দিনের বেলায় চড়া রোদ, তো রাতে আর্দ্রতার অস্বস্তি! সবমিলিয়ে গরমের প্রভাব স্পষ্টভাবে ভোগ করতে হচ্ছে। তবে স্বস্তির খবর দিল এবার হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কবে থেকে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বৃহস্পতিবার থেকে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশ্বাস দিচ্ছে হাওয়া অফিস। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম সতর্কতা জারি করা হয়নি। 

READ MORE:  Weather Update: হোলিতে বৃষ্টি, তারপরেই ঘুরবে খেলা! ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রা, দেখুন আগামীকালের আবহাওয়া | Temp Is Going To Change After Holi

তাপপ্রবাহের আশঙ্কা

হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের আশঙ্কা থাকছে। ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা ৩৫ এর ঘর ছুঁয়েছে। সূত্রের খবর, সপ্তাহন্তে তাপমাত্রা আরও বাড়তে পারে। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা আরো বাড়বে। ফলে অস্বস্তিকর গরম ভোগ করতে হবে সাধারণ মানুষকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মোটামুটি ২৭ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাঘুরি করবে। ফলে গরমের অনুভূতি আরো তীব্র হবে। 

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গে তীব্র দাবদহ চললেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। ফলে উত্তরবঙ্গের মানুষরা কিছুটা হলেও গরমের হাত থেকে রেহাই পাবে। 

READ MORE:  Tomorrow’s Weather: সরস্বতী পুজোর আগেই শীত ‘ভ্যানিশ’! চালাতে হবে ফ্যান? আগামীকালের আবহাওয়া | South Bengal Weather Winter Update

তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে খুব একটা যে স্বস্তি মিলবে এমনটা মনে করছে না হাওয়া অফিস। কারণ সামান্য বৃষ্টি হলে আদ্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি, যা গরমের অস্বস্তিকে আরো বাড়িয়ে তুলতে পারে। তবে যারা বৃষ্টির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। এখন আগামীদিনে আবহাওয়া কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর থাকবে সবার।

Scroll to Top