South Bengal Weather: ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় অশনি সংকেত | Rainfall With Thunderstorms Will Continue In South Bengal
শ্বেতা মিত্র, কলকাতা: এখনও রয়েছে বৃষ্টির সম্ভবনা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও হতে পারে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভবনা। জোড়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা কারণে রাজ্যের আবহাওয়ার এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে।
উত্তরে বৃষ্টির সম্ভবনা রয়েছে সোমবার পর্যন্ত। এরপর থেকে সার্বিকভাবে আবহাওয়া উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। জোড়া ঘূর্ণবর্তের কারণে গরমও কিছুটা বেড়েছে। বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা স্বস্তি দায়ক হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
এছাড়া হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীরপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদেও আবহাওয়ার পূর্বাভাস মোটামুটি একই রকম। তবে বাতাসের গতি বেশি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। বৃষ্টির সম্ভাব্য পরিমাণ কমবেশি একই থাকতে পারে। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। সোমবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণের কিছু জেলা – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দার্জিলিংয়ের কিছু এলাকা ও কালিম্পংয়ে হতে পারে তুষারপাত। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় আকাশ মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় সোমবারের পর আবহাওয়া উন্নত হতে পারে।
বিগত কয়েক দিন ধরেই রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। আগাম জারি করা হয়েছিল সতর্কবার্তা। অসময়ের বৃষ্টির সম্ভাবনা আলু চাষিদের দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছিল। আবহাওয়া ভাল হলে, চাষিদের আশঙ্কা অনেকটা কমবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টির আবহে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল তাপমাত্রা। কিন্তু দুর্যোগের মেঘ…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
This website uses cookies.