South Bengal Weather: সরস্বতী পুজোর আগেই বাড়বে তাপমাত্রা! পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় | West Bengal Rain, Winter Forecasting
প্রীতি পোদ্দার, কলকাতা: জানুয়ারি মাস একেবারে শেষের মুখে এলেও কনকনে শীতের যেন বিন্দুমাত্র রেশ নেই। এদিকে বাংলা ক্যালেন্ডারে দেখা যাচ্ছে মাঘের এখন মাঝপথ। অন্যান্য বছরের তুলনায় এবছর শীতের ফর্মে ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে। যার ফলে সরস্বতী পুজোর আগে থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের হালকা গরমের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। সোয়েটার, মাফলার, টুপি এক এক উঠে গিয়েছে আলমারিতে। রাতের ঠান্ডাও কমতে শুরু করেছে। প্রশ্ন উঠছে তবে কি সরস্বতী পুজোর সেই গায়েব হবে শীত!
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে এইমুহুর্তে অসম এবং হরিয়ানাতে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এবং এই ঘূর্ণাবর্তের মধ্যে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এসেই চলেছে। গতকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা ফিরে আসায় শীতের দাপট একেবারেই চলে গিয়েছে। তার উপর আবার শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ১ ও ৩ ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। সব মিলিয়ে শীত একেবারে মুখ থুবড়ে পড়ে রয়েছে মাঠে।
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে মাঘের মাঝে কনকনে শীতের দেখা তো নেই উপরন্তু দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আগামী চার পাঁচ দিন স্বাভাবিকের ওপরেই থাকতে চলেছে। অন্যদিকে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। কমপক্ষে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। যার ফলে বোঝাই যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, চলতি বছর সরস্বতী পুজো এবার উষ্ণতার চাদরে মুড়ে থাকবে। এবং ফেব্রুয়ারির মাঝে একেবারে চিরবিদায় নেবে শীত।
গতকালের মত আজ দক্ষিণবঙ্গের প্রতি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এক লাফে আরও তিন ডিগ্রি বেড়ে যাবে রাতের তাপমাত্রা। এবং আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির ঘরে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৬ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনও স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা।এছাড়াও আজ ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছিল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। আগামীকাল এবং পরশু দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের সব জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আজ অর্থাৎ বৃহস্পতিবার, উত্তরবঙ্গের দুই জেলায় পশ্চিমী ঝঞ্ঝার জেরে হালকা বৃষ্টির আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিয়ের উঁচু পার্বত্য এলাকায়। এছাড়াও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায়। সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। কুয়াশার সতর্কতা রয়েছে ৫ জেলায়। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কুয়াশার ঘনঘটা এতটাই বাড়বে যে ৫০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা।
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। দর্শকরা এখন তাদের পছন্দ অনুযায়ী ওয়েব সিরিজ…
সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation 2025) পড়েছে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: ইউকো ব্যাঙ্ক (Uco Bank) এবার সরকারের মালিকানা কমানোর পথে হাঁটছে। হ্যাঁ, চলতি…
ভারতের গ্রামীণ ব্যাংকগুলি এবার নতুন রূপ পেতে চলেছে। হ্যাঁ, সরকারের ‘ওয়ান স্টেট ওয়ান আরআরবি’ (One…
ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনতে চলেছে, যা ৩০ মে ২০২৫ থেকে কার্যকর…
প্রীতি পোদ্দার, কলকাতা: বহু তর্ক বিতর্কের আবহের মাঝেই অবশেষে লোকসভা এবং রাজ্য সভায় ওয়াকফ আইন…
This website uses cookies.