South Bengal Winter: বাংলায় শীতের মেগা কামব্যাক? নামবে তাপমাত্রা, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা | Temperature Will Down In South Bengal, Rain Forecasting In North
শ্বেতা মিত্র, কলকাতা: যেন লুকোচুরির খেলায় মেতে উঠেছে শীত (Winter)। কখনো ঠান্ডা তো আবার কখনো ফাটানো গরম পড়ছে বাংলাজুড়ে। আবার কয়েক পশলা বৃষ্টিও হচ্ছে। মেঘলা থাকছে আকাশ। বর্ষাকাল না শীতকাল নাকি এটা গ্রীষ্মকাল সেই নিয়ে যেন রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছে। যাইহোক, নতুন করে বাংলায় যেন পারদ পতন হতে শুরু করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ফের পারদ কয়েক ডিগ্রি কমতে পারে, তবে এই শীতের আমেজ বেশিক্ষণ থাকবে না। যাইহোক, চলুন জেনে নেওয়া যাক আজ বৃহস্পতিবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া সে সম্পর্কে।
বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। সত্যিই কি হবে? আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। শহরের বেশ কিছু অংশ, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও কুয়াশা ঢাকা থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না এবং রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে কালিম্পং ও দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাত হতে পারে। হতে পারে বৃষ্টি। আগামী দু’দিন উত্তরবঙ্গের চার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এবার জেনে নেওয়া যাক শুক্রবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার তেমন বদল চোখে পড়বে না।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পতন চোখে পড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ক্রিকেটপ্রেমীদের জন্য এবার সুখবর। আইপিএল শুরু হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি।…
প্রীতি পোদ্দার, কলকাতা: সবে মাত্র শেষ হয়েছে ফাল্গুন মাস। কিন্তু ফাল্গুনেও যেন মনে হচ্ছে বৈশাখ…
২০২৪-২৫ অর্থবর্ষের শেষ লগ্নে উপস্থিত দেশ। নতুন অর্থবছর শুরুর আগেই গাড়ির দামবৃদ্ধির ঘোষণা করল ভারতের…
রাধা-কৃষ্ণের শহর বৃন্দাবনে সম্প্রতি এক অদ্ভুত কান্ড নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়া হু হু করে…
রবিবার বিকেলে আচমকাই বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া। ভ্যাপসা গরম সরিয়ে ঝড়-বজ্রপাতের সঙ্গে শুরু হলো বৃষ্টি।…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন স্কুলে মিড-ডে মিল রান্নার অভিযোগ অনেক পুরোনো।…
This website uses cookies.