South City Mall: বিক্রির পথে কলকাতার সাউথ সিটি মল! দাম উঠল ৩৫০০ কোটি, ক্রেতা কে জানেন? | Kolkata’s South City Mall Is Going To Be Sold For Rs 3500 Crore

শ্বেতা মিত্র, কলকাতা: ছেলে হোক কিংবা মেয়ে কিংবা হোক বয়স্ক মানুষ, শপিং করতে কে না ভালবাসেন। অনেকের কাছে মন ভালো রাখার অন্যতম সেরা জিনিস হল শপিং করা। যারা কলকাতার বাসিন্দা তাদের হাতে একাধিক অপশন রয়েছে। হাতিবাগান থেকে শুরু করে গড়িয়াহাট, কিংবা যারা মলে যেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে অ্যাক্রোপলিস মল, সাউথ সিটি মল (South City Mall), কোয়েস্ট মল ও অন্যান্য। তবে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে বিখ্যাত দক্ষিণ কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা সাউথ সিটি মলকে নিয়ে। জানা যাচ্ছে, বিক্রি হওয়ার পথে এই সাউথ সিটি মল! তাহলে কি আর সাধারণ মানুষ সেখানে যেতে পারবেন না? করতে পারবেন না শপিং? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বিক্রির পথে সাউথ সিটি মল

সূত্রের খবর, মার্কিন বিনিয়োগকারী জায়ান্ট ব্ল্যাকস্টোন পূর্ব ভারতের বৃহত্তম মল সাউথ সিটিকে প্রায় ৩,৫০০ কোটি টাকায় কিনে নেওয়ার জন্য আলোচনা করছে, যা কলকাতার বৃহত্তম রিয়েল এস্টেট চুক্তি হতে পারে। সাউথ সিটির প্রচারণাকারী ডেভেলপারদের কনসোর্টিয়াম এবং মার্কিন প্রাইভেট ইকুইটি জায়ান্ট এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেনি।

READ MORE:  রেশন ব্যবস্থায় এবার বিরাট বদল আনল রাজ্য, এই কাজ না করলেই বন্ধ হবে রেশন

তবে একাধিক সূত্র জানিয়েছে, বিক্রি নিয়ে যথাযথ আলোচনা চলছে। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং এটি চূড়ান্ত করতে ১৫ দিন থেকে দুই মাস সময় লাগতে পারে। এই চুক্তিতে শ্রীলঙ্কায় সাউথ সিটি প্রজেক্টস কর্তৃক নির্মিত একটি সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকতে পারে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

চলছে আলোচনা

বেশ কিছু সময় ধরেই ব্ল্যাকস্টোন কলকাতার বাজারে প্রবেশ করতে আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিটি ভারতের ১৪টি শহরে প্রায় ১৮টি শপিং মলের মালিক, তবে এখনও কলকাতায় তাদের অবস্থান নিশ্চিত করতে পারেনি। ভারতে অফিস স্পেস এবং হোটেলগুলিতে এটি ১.৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। বিশ্বব্যাপী, ব্ল্যাকস্টোন ৯.৬ লক্ষ কোটি টাকার সম্পদ পরিচালনা করে। তবে এবার এই কোম্পানির নজর সাউথ সিটির দিকে।

READ MORE:  খাস কলকাতায় ফের ধর্ষণ, টালিগঞ্জে শিকার ৬ বছরের শিশু! গ্রেফতার অভিযুক্ত

সাউথ সিটি সম্পর্কে কিছু তথ্য

সাউথ সিটির বার্ষিক গড় লেনদেন প্রায় ১,৮০০ কোটি টাকা। ১২.৫ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, ৬.৫ লক্ষ বর্গফুটের মোট খুচরা এলাকায় ১৫০টি দোকান রয়েছে, যার মধ্যে শপার্স স্টপ, প্যান্টালুন, আইনক্স এবং স্পেন্সারের মতো অ্যাঙ্কর রয়েছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির মধ্যে জারা, সেফোরা এবং মার্কস অ্যান্ড স্পেন্সার উল্লেখযোগ্য। সাউথ সিটি মলে এই অঞ্চলের বৃহত্তম ফুড কোর্টও রয়েছে। বহুতল পার্কিং লটে একসাথে ১,২৫০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।

READ MORE:  PM-KMY: ৫৫ টাকা বিনিয়োগে মাসে ৩০০০ পেনশন দেবে কেন্দ্র সরকার, কীভাবে তুলবেন নিজের নাম? | Pradhan Mantri Kisan Maandhan Yojana

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top