লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

SRH Vs LSG: IPL 2025-এ একাধিক চমক! ঈশানের অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিল পুরান, কে পেল বেগুনি টুপি? | IPL 2025 Roster Changes

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লখনউ বনাম SRH ম্যাচের পরই বদলে গেল IPL 2025 মরসুমের সর্বাধিক রান সংগ্রহকারী ও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা। এদিন হায়দরাবাদের বিপক্ষে দুরন্ত ইনিংস খেলে ঈশান কিষাণের থেকে অরেঞ্জ ক্যাপ চিনিয়ে নিলেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। পরপর দুই ম্যাচে দুটি অর্ধশতরান সহ এবারের মরসুমে দ্রুত সর্বোচ্চ 145 রান গড়ে অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন পুরান। সেই সাথেই বদল এসেছে পার্পল ক্যাপ হোল্ডারের তালিকাতেও।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পুরানের কীর্তি

এ মরসুম শুরু হতেই, লখনউ সুপার জয়েন্টের হয়ে প্রথম দুই ম্যাচেই দুটি দুরন্ত অর্ধ শতরান হাঁকিয়েছেন নিকোলাস পুরান। যার জেরে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক 145 রান এসেছে তাঁর ঝুলিতেই। গতকাল হায়দারাবাদ বোলারদের বিপক্ষে মাত্র 26 বলে 70 রানের দুরন্ত ইনিংস খেলেন পুরান।

READ MORE:  কোহলিকে বিরাট শিক্ষা! নতুন অধিনায়কের নাম ঘোষণা করে ফেলল RCB

এই LSG তারকার স্ট্রাইক রেট ছিল 258.92। এছাড়াও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস রয়েছে 75 রানের। যার দৌলতে সর্বসাকুল্যে 145 রান নিয়ে ঈশান কিষাণের অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন তিনি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

পার্পল ক্যাপ পেলেন শার্দুল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18 তম সংস্করণের সপ্তম ম্যাচের শেষে এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন নিলামে অবিক্রিত থাকা ভারতীয় পেসার শার্দুল ঠাকুর। দুটি ম্যাচ মিলিয়ে এ পর্যন্ত 6টি উইকেট পকেটে পুরেছেন ঠাকুর।

READ MORE:  চমক রেখেই নিজদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করল KKR |KKR Announces New Captain| India Hood News |

যার দরুন গতকালের ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংসের আফগান স্পিয়ার নূর আহমেদের থেকে পার্পল ক্যাপ ছিনিয়ে নিয়েছেন তিনি। বলে রাখি, বৃহস্পতিবারের ম্যাচে 4 ওভারের কোটায় 34 রান দিয়ে 4টি উইকেট নেন শার্দুল।

দ্বিতীয় স্থানে কারা?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমের সপ্তম লিগ ম্যাচের শেষে IPL 2025-এর সর্বোচ্চ উইকেট শিকারি ও সর্বোচ্চ রান সংগ্রহকারী খেলোয়াড়দের তালিকায় বড় বদল এসেছে। যার জেরে বৃহস্পতিবারের ম্যাচের পর চলতি সিজনের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লখনউ সুপার জায়েন্টের অজি অল রাউন্ডার মিচেল মার্শ।

অবশ্যই পড়ুন: পূরণ হবে রাহানের দাবি? মিটবে ইডেনে পিচের জটিলতা! মুখ খুললেন কিউরেটর

দুই ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত 124 রান সংগ্রহ করেছেন মার্শ। অন্যদিকে গতকাল পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে থাকা CSK স্পিনার নূর আহমেদ বর্তমানে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। এই আফগান তারকা এখনও পর্যন্ত 1টি ম্যাচে অংশ নিয়ে 18 রানে 4টি উইকেট ভেঙেছেন।

READ MORE:  Kohli's Slogan In Pakistan: খেলতে যাবেনা ভারত, তবুও পাকিস্তানে হচ্ছে 'কোহলি'র জয়গান, করাচির ভিডিও ভাইরাল | Pakistani Virat Kohli Fans Cheer Viral Video
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.