Categories: চাকরি

State Bank Recruitment 2025: মোটা বেতন, প্রায় ১২০০ পদে বিপুল নিয়োগ করছে SBI, বাংলার যেকোনও জেলা থেকে আবেদন | State Bank Of India Recruitment

সৌভিক মুখার্জী, কলকাতাঃ যারা ব্যাঙ্কে চাকরি স্বপ্ন দেখেন, তাদের জন্য আবারও সুখবর। ভারতীয় স্টেট ব্যাঙ্ক সম্প্রতি প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের (State Bank Recruitment 2025) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। শুধু তাই নয়, এখানে চাকরির শুরুতেই মিলবে মোটা অঙ্কের বেতন। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই আবেদন করা যাবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন সার্কেলের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, নিয়োগ কীভাবে করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | State Bank Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে Concurrent Auditor পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১১৯৪টি। কলকাতার জন্য ৬৩টি, দিল্লীর জন্য ৬৮টি, মুম্বাইয়ের জন্য ১৬টি, লখনৌয়ের জন্য ৯৯টি, এরকম প্রত্যেকটি শহরের জন্য আলাদা আলাদা শূন্যপদ বরাদ্দ রাখা হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য কোন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে, এখানে শুধুমাত্র অবসরপ্রাপ্ত SBI বা এর অধীনস্থ সহযোগী ব্যাঙ্কের অফিসার, যাদের ক্রেডিট, অডিট বা ফরেক্স সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে।

বয়স সীমা কত লাগবে?

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ৬০ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৬৩ বছর। বিজ্ঞপ্তিতে কোনরকম বয়সের ছাড় উল্লেখ করা নেই।

বেতন কত দেওয়া হবে?

আগে থেকেই একটা কথা বলে রাখি, এখানে ১ বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে কর্মদক্ষতার উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত চুক্তি বাড়ানো হতে পারে। অফিসিয়াল বিজ্ঞপ্তি বলছে, MMGS-III গ্রেডের জন্য প্রতি মাসে ৪৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে, SMGS-IV গ্রেডের জন্য প্রতি মাসে ৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে, SMGS-V গ্রেডের জন্য প্রতি মাসে ৬৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং TEGS-VI গ্রেডের জন্য প্রতি মাসে ৮০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন কীভাবে করবেন?

যারা ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই পদে আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • প্রথমে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর “ENGAGEMENT OF RETIRED BANK OFFICERS” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • এরপর আবেদন সাবমিট করে প্রিন্ট আউট রেখে দিতে হবে।

বলে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ১৫ই মার্চ, ২০২৫ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।

নিয়োগ কীভাবে করা হবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানানো হয়েছে, প্রার্থীদের শর্টলিস্টিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা হবে না। 

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

এবার হাওড়া-দিঘা রুটে ছুটবে ‘মিনি’ বন্দে ভারত! কত হবে ভাড়া? জেনে নিন রুট ও স্পিড

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠছে ভারতীয় রেল। এখন রেলে ভ্রমণ…

2 minutes ago

Weather Update: ৬০ কিমিতে ঝড়, শিলাবৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ! কিছুক্ষণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগ | Hail Storm, Rain, Thunderstorm In South Bengal And Kolkata

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…

13 minutes ago

ফোনে আড়ি পাতার বিরুদ্ধে মামলা, পেগাসাস নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…

37 minutes ago

Vaibhav Suryavanshi: বিক্রি হয় শেষ সম্বল! ছেলের স্বপ্ন পূরণে বিরাট বলিদান দেন বাবা সঞ্জীব, কোন ক্লাসে পড়ে বৈভব? | Untold Story Of Vaibhav

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…

42 minutes ago

ঘরে বসেই হাজার হাজার টাকা আয়! কলেজ পড়ুয়ার এই ব্যবসা দেখলে তাক লেগে যাবে

Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…

48 minutes ago

রেশন পেতে চাইলে আজই শেষ করুন এই কাজটি, জানুন কী করতে হবে

যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…

59 minutes ago

This website uses cookies.