Steve Smith Retirement: ভারতের বিরুদ্ধে হারের ধাক্কা! আচমকা অবসর নিলেন অজি অধিনায়ক স্মিথ Steve Smith Abruptly Retires From ODI Cricket
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার ভারতের বিরুদ্ধে ব্যর্থ হয়েই আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ(Steve Smith)। রোহিত শর্মাদের কাছে মর্যাদা হারিয়ে বুধবার একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অজিদের সর্বকালের অন্যতম ক্রিকেটার তথা অধিনায়ক স্টিভ স্মিথ।
টিম ইন্ডিয়ার ছেলেদের কাছে সেমিফাইনালে পরাস্ত হতেই বিরাট সিদ্ধান্ত নিয়ে বসলেন অজিতের অন্যতম অধিনায়ক স্মিথ। বুধবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে চিরতরে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার এই ধুরন্ধর খেলোয়াড়। যার জেরে ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচই তাঁর কেরিয়ারের শেষ ওয়ানডে হয়ে থাকলো।
এমতাবস্থায়, অজি অধিনায়কের অবসরের প্রসঙ্গ সামনে আসতেই প্রশ্ন উঠছে, ভারতের বিরুদ্ধে মর্যাদা ক্ষুন্ন হতেই কি এই সিদ্ধান্ত নিলেন স্মিথ? যদিও সে বিষয়ে রা করেননি ভারতের 22 গজের চিরশত্রু অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।
ভারতের বিরুদ্ধে পরাজয়ের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিতেই স্মিথের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে শুরু করেছেন ক্রিকেট প্রিয় মানুষজন। যদিও বুধবার এ বিষয়ে গোটা চিত্রটা স্পষ্ট করে দিয়েছেন অজি অধিনায়ক নিজেই। স্মিথের কথায়, 2027 বিশ্বকাপে দলের তরুণদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, 2027 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার সুযোগ চলে এসেছে। তাই বাকিদের জায়গা করে দেওয়ার জন্য এটাই সরে দাঁড়ানোর মোক্ষম সময়।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথের নামের পাশে প্রাক্তন শব্দটা যে এখনই যুক্ত হচ্ছে না সে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন খেলোয়াড় নিজেই। এ প্রসঙ্গে স্মিথ বলেন, ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলাম। আপাতত টেস্ট ক্রিকেটই আমার কাছে অগ্রাধিকার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য মুখিয়ে রয়েছি।
সেটা শেষ হলেই শীতকালে ওয়েস্ট ইন্ডিজ এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। এখনও দীর্ঘ পথ চলা বাকি। অনেক কিছু করে দেখাতে হবে। খেলোয়াড়ের কথায় এ কথা স্পষ্ট যে, একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে স্বমহিমায় মাঠে নামবেন তিনি।
অস্ট্রেলিয়ার এই ধুরন্ধর ক্রিকেটার মঙ্গলবার পর্যন্ত 170টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। যেখানে এই দীর্ঘ সময়কালে 5,800 রান গড়েছেন স্মিথ। বেশকিছু রিপোর্ট মারফত খবর, 170টি ম্যাচের দীর্ঘ ওয়ানডে কেরিয়ারে স্মিথ 12টি শতরান এবং 35টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
এছাড়াও অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 12 নম্বরে জায়গা পেয়েছেন তিনি। খেলোয়াড়ের অন্যতম কীর্তি গুলির মধ্যে 2016 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 162 রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। ব্যাট করার পাশাপাশি লেগ স্পিনেও দুর্দান্ত ছন্দ ছিল তাঁর। 170টি ওয়ানডে ম্যাচে 28টি উইকেট রয়েছে স্মিথের।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়াকে 64টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথ অবসর ঘোষণা করেই এক বিবৃতিতে জানিয়েছেন, দলের সাথে দরুণ সময় কাটালাম। সতীর্থদের সাথে দুর্দান্ত সব স্মৃতি রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটা মিনিট উপভোগ করেছি। সেই সাথে দুটি বিশ্বকাপ জিতে কিছু অবিস্মরণীয় মুহূর্ত স্মৃতি হিসেবে রেখে দিয়েছি নিজের মনের মণিকোঠায়।
অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়া বধের নেপথ্যে টিম ইন্ডিয়ার এই ৬ সৈনিক
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.