Stock Market: এখন বিনিয়োগ করলে পাবেন ৫৪% অবধি রিটার্ন, রইল ৭টি বাম্পার স্টকের হদিশ | 7 PSU Stocks You Can Invest To Get Up To 54% Return
সৌভিক মুখার্জী, কলকাতাঃ বর্তমান সময়ে শেয়ারবাজারে (Stock Market) অনেকেই বিনিয়োগের উপযুক্ত সুযোগ খুঁজছেন। বিশেষ করে সরকারি সংস্থাগুলির শেয়ারগুলিতে বিনিয়োগ করতে চাইছেন অনেকে। কিন্তু সঠিক বিকল্প খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। 2024 সালের আগস্ট মাসে Nifty PSE ইন্ডেক্সের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে এরপর থেকে 25%-এরও বেশি শেয়ারের পতন হয়েছে। কিছু সময় তো পতনের পরিমাণ 30% ছাড়িয়ে গিয়েছিল।
তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছে, এই মুহূর্তে কিছু PSU শেয়ার রয়েছে, যেগুলি খুব আকর্ষণীয় বিনিয়োগের সেরা বিকল্প হতে পারে। এগুলি আপনাকে 30% থেকে 54% পর্যন্ত রিটার্ন দেবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় থাকা সেরা শেয়ারগুলি।
ক্রুড অয়েলের মূল্যের টানা পতনের কারণে সাম্প্রতিক সময়ে অয়েল ইন্ডিয়ার শেয়ার বেশ কিছুটা চাপের মুখে পড়েছে। বর্তমানে এটি তার সর্বোচ্চ মূল্যের তুলনায় 51% কমে রয়েছে। তবে ভবিষ্যতের জন্য বিশেষজ্ঞদের 19 জনের মধ্যে 15 জনই এই শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন। কারণ এর লক্ষ্যমূল্য নির্ধারণ করা হয়েছে ₹750, যা রেকর্ড ₹767.30-এর কাছাকাছি পৌঁছাবে।
REC-কেও বর্তমানে অন্যতম লাভজনক PSU শেয়ার হিসেবে বিবেচনা করেছে বিশেষজ্ঞরা। তারা মনে করছে, এটি 50% বা তার বেশি রিটার্ন দিতে পারে। বাজার বিশেষজ্ঞদের 12 জনের সবাই এই শেয়ারটি কেনার পরামর্শ দিয়েছেন। এটি তার রেকর্ড উচ্চমূল্যের তুলনায় 40% কমে রয়েছে। সম্প্রতি এই শেয়ারটি CLSA “হাই কনভিকশন আউটপারফর্মার” তালিকায় যুক্ত করেছে।
ভারতের প্রতিরক্ষা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংস্থা HAL। এবার এই সংস্থা বাজারে নতুন আশার আলো সঞ্চার করেছে। কোম্পানির অতীতে কিছু সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। বর্তমানে এটি তার সর্বোচ্চ দামের তুলনায় 39% কমে রয়েছে। 16 জন বিশ্লেষকদের মধ্যে 15 জনই এই শেয়ারটি কেনার পরামর্শ দিয়েছে।
PFC স্টকের উপর এখন সব বিশ্লেষকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। এটিকেও CLSA “হাই কনভিকশন আউটপারফর্মার” তালিকায় রেখেছে। বিশেষজ্ঞরা মনে করছে, বর্তমান দামে এই শেয়ারটিতে বিনিয়োগ করলে 39% রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের অন্যতম বড় সংস্থা GAIL এবার বিনিয়োগকারীদের আকর্ষণে এসেছে। এই শেয়ারটি সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে 36% কমে রয়েছে। বিশ্লেষকরা মনে করছে, এই শেয়ারটিতে বিনিয়োগ করলে 37% পর্যন্ত রিটার্ন আসতে পারে।
পরিবহন এবং লজিস্টিক খাতে কার্যরত CONCOR শেয়ারকে বিশেষজ্ঞরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন। তাদের মতে এই শেয়ারটি 32% পর্যন্ত রিটার্ন দিতে পারে।
ভারতের অন্যতম বৃহত্তর তেল এবং গ্যাস উৎপাদন কোম্পানি ONGC-এর শেয়ারও বিনিয়োগকারীদের মতে ভালো একটি বিকল্প হতে পারে। এটি তার উচ্চ মূল্যের তুলনায় অনেকটাই কমে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটিও 31% পর্যন্ত রিটার্ন দিতে পারে।
বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে PSU শেয়ারগুলি বিনিয়োগ করার জন্য একটি সেরা বিকল্প হতে পারে। বিশেষ করে যে সমস্ত শেয়ার গত কয়েক মাসে বড় পতনের সম্মুখীন হয়েছে, সেগুলি বেশি পরিমানে রিটার্ন দেওয়ার সম্ভাবনা রাখে। বিশেষজ্ঞদের মধ্যে উপরের সাতটি শেয়ারে বিনিয়োগ করলে 31% থেকে 54% রিটার্ন পাওয়া সম্ভব।
বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার বিশ্লেষণ করে নেবেন এবং পোর্টফোলিও অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেবেন। India Hood কাউকে বিনিয়োগ করার জন্য বাধ্য করে না। অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলে India Hood কোন দায়বদ্ধতা নেবে না।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.