সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় প্রতিরক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ নাম হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)। এই কোম্পানির পারফরম্যান্স দেখলেই বোঝা যায় যে, বর্তমানে তাদের ব্যবসা ভালোই চলছে। কিন্তু বাজারের মন্দার প্রভাবে সাম্প্রতিক সময়ে এদের শেয়ারের দর পড়ে গেছে। গত ৬ মাসে HAL তার শেয়ার ২৬% হারিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করতে পারে। তাহলে কি এখনই বিনিয়োগের সেরা সময়? চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
HAL-এর তৃতীয় ত্রৈমাসিকে শক্তিশালী ফলাফল
বিগত বছরগুলির সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, HAL-এর ব্যবসা এখন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে তুলনায় ১৪.৮% বেশি রাজস্ব এসেছে, যা বর্তমানে দাঁড়িয়েছে ৬৯৫৭ কোটিতে। হ্যাঁ একদ্ম থিকু শুনেছেন। পাশাপাশি ডিসেম্বর, ২০২৪ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ১৪% বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ১৪৪০ কোটিতে।
এখানেই শেষ নয়। কোম্পানির EBITDA দাঁড়িয়েছে ১৬৮৩ কোটিতে, যা বছরের হিসাবে ১৭.২% বেশি। ২০২৩ সালে যেখানে HAL-এর অর্ডার বুক ছিল ৮১,৭৮৪ কোটি, বর্তমানে তা দাঁড়িয়েছে ১.৩ লক্ষ কোটিতে, যা সংস্থার বার্ষিক আয়ের প্রায় চারগুন। এই উন্নতির মূল কারণ হলো বিভিন্ন যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের জন্য সরকারের কাছ থেকে নতুন নতুন অর্ডার পাওয়া।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
Tata ও L&T-এর সঙ্গে অংশীদারিত্ব
HAL সম্প্রতি ১৩,৫০০ কোটি মূল্যের ১২টি সুখোই যুদ্ধবিমানের অর্ডার পেয়েছে ভারত সরকারের কাছ থেকে। শুধু এখানেই শেষ নয়। HAL-এর আন্তর্জাতিক প্রতিরক্ষা খরচও বৃদ্ধি পেয়েছে। যেমন সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ৮০০ বিলিয়ন ইউরো মূল্যের সামরিক পুনর্গঠন প্রকল্প ঘোষণা করেছে, যা HAL-এর মত সংস্থার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আনবে। সব থেকে বড় ব্যাপার হল, এখন Tata ও L&T-এর মত বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে HAL, যা ভবিষ্যতে নতুন প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে।
বিশ্ব বাজারের সম্ভাবনা
HAL শুধুমাত্র ভারতের বাজারে সীমাবদ্ধ থাকছে না। বরং এখন আন্তর্জাতিক বাজারেও নিজেদের জায়গা পাকাপোক্ত করছে। ফিলিপাইন, নাইজেরিয়া, মরক্ক, মিশর এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা করছে HAL। সংস্থাটি আগামী ১৮ মাস থেকে ৩ বছরে অর্ডার বুক ১.৬ থেকে ১.৭ লক্ষ কোটিতে নিয়ে যেতে চাইছে।
শেয়ারের পতন: বিনিয়োগকারীদের জন্য সেরা সুযোগ
২০২৩ সালের জুলাই মাসে HAL-এর শেয়ার সর্বোচ্চ ৫৬৭৫ টাকায় পৌঁছেছিল। তবে বাজারের সাম্প্রতিক মন্দার কারণে এখন সেই শেয়ার নেমে দাঁড়িয়েছে ৩৩৯৮ টাকাতে। তবে HAL এখানে থেমে থাকেনি। সংস্থাটি এখন FY26-এর আনুমানিক আয়ের তুলনায় ২৬ গুণ এবং FY27-এর আনুমানিক আয়ের তুলনায় ২৩ গুণ দরে ট্রেড করছে।
এখন কী বিনিয়োগের সেরা সময়?
বেশ কিছু সূত্র বলছে, শেয়ারের এই পতন বিনিয়োগকারীদের জন্য সঠিক সময়ে শেয়ার কেনার সুযোগ করে দিয়েছে। HAL-এর সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্স, শক্তিশালী অর্ডার বুক এবং আন্তর্জাতিক বাজারের সম্প্রসারণের পরিকল্পনা এখন ইঙ্গিত দিচ্ছে যে, এই শেয়ারের ভবিষ্যৎ উজ্জ্বল। তাই স্বল্পমেয়াদে শেয়ারের দাম ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে এই শেয়ারে বিনিয়োগ লাভজনক হতে পারে।
বিধিসম্মত সতর্কীকরণ
বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন এবং নিজের ঝুঁকিতেই বিনিয়োগ করুন। কারণ India Hood কাউকে বিনিয়োগ করার জন্য পরামর্শ দেয় না। তাই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood কোনোরকম দায়বদ্ধতা নেবে না।