Stock Market Tips: বিনিয়োগ করলে মালামাল করে দেবে LIC সহ ৪ শেয়ার | Invest In These 4 Share

সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু সঠিক বিকল্প সবাই খুঁজে পায় না। বর্তমানে শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। Nifty পৌঁছে গেছে 22,500-এর কাছাকাছি, যেখানে প্রধান সহায়তা করেছে HDFC Bank, M&M, ICICI Bank এবং Bajaj Finance। ব্যাঙ্কে Nifty-তেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এমতাবস্থায় বিশেষজ্ঞরা চারটি স্টকের উপর নজর দিয়েছে, যা পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে মুনাফা নিয়ে আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই চারটি স্টক সম্পর্কে, যেগুলি ভবিষ্যতে লাভজনক হতে পারে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

Alkem Lab

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে যে, Alkem Lab-এর শেয়ারে স্বল্পমেয়াদে বিনিয়োগ লাভজনক হতে পারে। তাদের মতে এই শেয়ারটি 4800 স্ট্রাইক প্রাইসের কল অপশনে কেনা যেতে পারে 99.60 টাকায়। সেই হিসেবে লক্ষ্য মূল্য ধরা হচ্ছে 150 টাকা, যেখানে স্টপ লস রাখা উচিত 64 টাকা। তাই যারা স্বল্পমেয়াদে বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প। 

READ MORE:  Business Idea: সব বাড়িতেই হাই ডিমান্ড, পার্ট টাইমে এই ব্যবসা শুরু করলেই মাসে ইনকাম হবে ৫০,০০০ টাকা | Cotton Buds Manufacturing Part Time Business

TVS Motor

বাজার বিশেষজ্ঞ আশীষ বহেতি মনে করছেন, TVS Motor-এর শেয়ারে বিনিয়োগ করা লাভজনক হতে পারে। তিনি পরামর্শ দিচ্ছেন, 2308 টাকার স্তরে এই শেয়ারটি কেনার জন্য, যেখানে ভবিষ্যতের দাম পৌছাতে পারে 2370 টাকা পর্যন্ত। তবে রিস্ক ম্যানেজমেন্টের জন্য স্টপ লস 2270 টাকায় রাখা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

LIC Housing Finance

বেশ কিছু সূত্র বলছে, LIC Housing Finance ভবিষ্যতে  প্রচুর পরিমাণে মুনাফা নিয়ে আসতে পারে। বিশেষজ্ঞরা মনে করছে, 534 টাকায় এই শেয়ারটি কেনা হলে এটি পৌঁছাতে পারে 550 টাকার লক্ষ্য মূল্যে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তবে ঝুঁকি কমাতে স্টপ লস 520 টাকায় সেট করা উচিত এই শেয়ারটি কেনার সময়।

READ MORE:  চিটফান্ডে হারানো টাকা ফেরত দিচ্ছে, যোগ্য হলে এখনই এইভাবে আবেদন করুন

Bikaji

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছেন, Bikaji শেয়ার দীর্ঘমেয়াদে প্রচুর পরিমাণে মুনাফা আনতে পারে। সূত্র বলছে, 672 টাকার স্তরে এই শেয়ারটি যদি কেনা হয়, তাহলে এটি 775 টাকা পর্যন্ত উঠতে পারে। তাই যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই শেয়ারটি সেরা বিকল্প হতে পারে। 

বিনিয়োগকারীদের জন্য পরামর্শ

বর্তমান বাজারের উত্থানের দিকে তাকিয়ে বিভিন্ন সেক্টরের স্টকে বিনিয়োগ করার বুদ্ধিমানের কাজ। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার বিশ্লেষণ করে এবং স্টপ লস সেট করে পরিকল্পনা করুন। কারণ India Hood কাউকে বিনিয়োগ করার জন্য পরামর্শ দেয় না। তাই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood কোনোরকম দায়বদ্ধতা নেবে না।

READ MORE:  Flower Business: অল্প পুঁজি লাগিয়ে শুরু করুন ম্যাজিক ফুলের চাষ, ৬ মাসেই আয় হবে ৫-৬ গুণ | Chamomile Flower Business to Earn Handsome Money
Scroll to Top