লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Stock Market: ১ লাখ বিনিয়োগে ৩ কোটি রিটার্ন! ভিখারিকেও রাজা বানিয়েছে এই স্টক | Jindal Steel And Power Stock

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ার বাজারে (Stock Market) অনেকেই বিনিয়োগ করে থাকে। কেউ রাতারাতি কোটিপতি হয়ে যায়, আবার কেউ সর্বস্ব হারিয়ে ফেলে। তবে শেয়ারবাজারে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বিনিয়োগকারীদের রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আজ আমরা এমনই একটি মাল্টিব্যাগার স্টকের কথা বলব, যা মাত্র ২২ বছরে বিনিয়োগকারীদের জন্য কার্যত টাকা ছাপার মেশিন হয়ে উঠেছে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সময়ের সঙ্গে বদলে যাওয়া এক স্টক

সালটা ২০০২, এই স্টকের দাম ছিল মাত্র ২.৩৭ টাকা। তখন হয়তো কেউ বুঝতে পারেনি যে, এই স্টক একদিন বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়ে দেবে। কিন্তু যারা ধৈর্য ধরে এই স্টকে বিনিয়োগ করেছিলেন তারা আজ কোটিপতি হয়েছেন। হ্যাঁ, আমরা যে স্টকটির কথা বলছি সেটি হলো জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার (Jindal Steel & Power)। এই স্টকটির বর্তমান মূল্য ৯০১ টাকা। ২২ বছরে এই স্টকের বৃদ্ধি হয়েছে ৩৮,০০০%। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ১ লাখ টাকার বিনিয়োগে এই স্টকটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৩.৩২ কোটি টাকা। 

READ MORE:  8th Pay Commission: ৩০% অবধি বাড়তে পারে বেতন, অষ্টম পে কমিশনে পেনশনভোগী থেকে কর্মীদের খুলবে কপাল | Good News For Pensioners And Employees

যারা ২০০২ সালে মাত্র ১ লাখ টাকা এই স্টকটিতে বিনিয়োগ করেছিলেন, আজ তারা ৩ কোটির বেশি রিটার্ন পেয়েছেন। এই স্টকটি যেন এক কথায় সোনার খনি। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বিগত ৫ বছরের পারফরম্যান্স

গত ৫ বছরে এই স্টকটি বিনিয়োগকারীদের ৬৩৯.৩৯% রিটার্ন দিয়েছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। অর্থাৎ, যদি কেউ ৫ বছর আগে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তার মূল্য দাঁড়াত ৭.৩৯ লক্ষ টাকা। পাশাপাশি স্টকটি গত ১ বছরে রিটার্ন দিয়েছে ১২% এবং গত ১ মাসে রিটার্ন দিয়েছে ৮.২২%। তবে সাম্প্রতিক সময়ে বাজারের ওঠানামার ফলে এই স্টকটি কিছুটা চাপের মুখে পড়েছে। 

READ MORE:  Business Idea: নিজে এক পয়সাও বিনিয়োগ না করে শুরু করুন এই ব্যবসা, মাস আয় হবে ১ লক্ষ টাকা | Furniture Business

সাম্প্রতিক সময়ে স্টকের ওঠানামা

গত বুধবার বাজারে এই স্টকের কিছুটা পতন ঘটেছে এবং দিনশেষে এই স্টকটি ৯০১ টাকায় থমকে গিয়েছে। গত ৬ মাসে এই স্টকটির পতন হয়েছে মাত্র ১১%। বুধবার বাজারের পতন হয়েছে ০.৪২%। তবে বিনিয়োগকারীরা আশাবাদী যে, এই সাময়িক পতন কাটিয়ে স্টকটি আবারও সেরা রিটার্ন দেবে। 

কোম্পানির পারফরম্যান্স এবং ভবিষ্যৎ সম্ভাবনা

জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার শুধুমাত্র শেয়ারবাজারে উচ্চ পরিমাণের রিটার্ন দেয়নি, বরং তাদের ব্যবসার পরিধিও ধীরে ধীরে সম্প্রসারিত করেছে। এই সংস্থাটির ৫% সেলস বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায়। পাশাপাশি গত অর্থবর্ষে এই স্টকটি ১.৮১ মিলিয়ান থেকে ১.৯০ মিলিয়ন রুপি বিক্রি হয়েছে। বেশ কিছু সূত্র বলছে, ভবিষ্যতে এই স্টকটি আরো বড় পরিসরে ব্যবসা বিস্তৃত করবে, যা স্টকের দামের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

READ MORE:  Stock Market: ২৬% কমল দাম, এই স্টকে বিনিয়োগ করলে পেতে পারেন মোটা মুনাফা | Hindustan Aeronautics Limited Share Price Down

বিনিয়োগ করার আগে অবশ্যই মাথায় রাখুন

বিনিয়োগ করা সব সময় ঝুঁকিপূর্ণ, একথা সবাই জানে। শেয়ারবাজারে বিনিয়োগ করার আগে অবশ্যই অর্থনৈতিক বিশেষজ্ঞের থেকে পরামর্শ নেওয়া উচিত। যদি দীর্ঘমেয়াদে বিশাল পরিমাণে রিটার্ন পেতে চান, তাহলে এই স্টকে বিনিয়োগ করতে পারেন। কারণ স্টিল ও পাওয়ার সেক্টরে এই স্টকের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে স্টক মার্কেটের ওঠানামা এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর নির্ভর করে কিছুটা সতর্ক থাকা উচিৎ। 

বিধিসম্মত সতর্কীকরণ

বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন এবং নিজের ঝুঁকিতেই বিনিয়োগ করুন। কারণ India Hood কাউকে বিনিয়োগ করার জন্য পরামর্শ দেয় না। তাই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood কোনোরকম দায়বদ্ধতা নেবে না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.