লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Success Story: টোটো চালিয়ে পড়াশোনা, করেছেন MSC পাস, শান্তিপুরের দেবীর কাহিনী অনুপ্রেরণা দেবে | Santipur Devi Roy

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতাঃ একদিকে কাঁধে সংসারের দায়িত্ব, অন্যদিকে নিজের স্বপ্ন! এই দুইয়ের মধ্যে দাঁড়িয়ে এগিয়ে চলেছেন শান্তিপুরের দেবী রায়। পারিবারিক অনটন বাধা হয়ে দাঁড়ালেও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছেন তিনি। হার মানার পাত্রী নন দেবী। একদিকে যেমন টোটো চালিয়েই সংসারের দায়িত্ব সামলাচ্ছেন, তেমনই অন্যদিকে চালিয়ে গিয়েছেন নিজের পড়াশোনা। আজ তিনি ভূগোলে স্নাতকোত্তর পাশ করেছেন এবং ভবিষ্যতে তিনি আরও বড় হওয়ার স্বপ্ন দেখছেন। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পড়াশোনার স্বপ্ন থাকলেও বাধা হয়ে দাঁড়ায় বাস্তবতা

প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, নদীয়ার হবিবপুরের মেয়ে দেবী রায়। ছোট থেকেই পড়াশোনায় খুব ভাল ছিল। কলেজের দ্বিতীয় বর্ষে থাকাকালীন পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে হয় তাকে। শান্তিপুরের কৃষিপল্লী এলাকার স্বামী অমৃত বারুইয়ের সঙ্গে শুরু হয় তার নতুন জীবন। কিন্তু দিনমজুর স্বামীর রোজগারে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। তবুও দেবীর মনে একটাই ইচ্ছা, যেভাবেই হোক তার পড়াশোনা চালিয়ে যেতে হবে। 

READ MORE:  MSP ঘোষণার পর আলু চাষিদের আরেকটি সুখবর শোনাল নবান্ন

টোটো চালানোর সিদ্ধান্ত

অর্থনৈতিক পরিস্থিতির চাপে পড়ে স্বামীর সঙ্গে আলোচনা করে এক সাহসী সিদ্ধান্ত নেন দেবী রায়। সংসদের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। তবে নিজের পড়াশোনা ছাড়েননি। পড়াশোনা চালিয়ে যেতে তিনি শেষে টোটো চালানোর সিদ্ধান্ত নেন। অনেক কষ্ট করে টাকা জমিয়ে জোগাড় করে ফেললেন একটি টোটো। এরপর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রী নিয়ে রাস্তায় ছুটে চলেছেন দেবী রায়। টোটো চালিয়ে উপার্জিত অর্থ দিয়েই তিনি নিজের কলেজের ফিস মেটান এবং ধাপে ধাপে এগিয়ে চলেছেন শিক্ষার পথে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

একহাতেই সংসার এবং ভবিষ্যৎ গড়া

এই অদম্য পরিশ্রমের ফলস্বরূপ তিনি শান্তিপুর কলেজ থেকে প্রথমে ভূগোলে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু এখানে তিনি থেমে থাকেননি। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ভর্তি হন স্নাতকোত্তরে এবং আবারও নিজের উপার্জনের মাধ্যমেই স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। রোদ, গ্রীষ্ম, বর্ষা কোন কিছুই তাকে থামাতে পারেনি। দিনের আলোয় টোটো চালানো আর রাতে পড়াশোনা, এভাবেই নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন দেবী রায়। 

READ MORE:  Weather Update: কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি! শনিতে কোন কোন জেলায় দুর্যোগ? আগামীকালের আবহাওয়া | Heavy Rain Forecast In South Bengal

দেবীর অনুপ্রেরণামূলক বার্তা

নিজের জীবন সংগ্রাম নিয়ে দেবী রায় বলেছেন, “এত শিক্ষিত হয়ে টোটো চালাবো কখনো স্বপ্নেও ভাবিনি। কিন্তু কোন কাজই ছোট নয়। নিজের স্বপ্নের জন্য আমি লড়াই চালিয়ে যাচ্ছি। আমি অন্য কারোর কথায় কান দিইনি। শুধু নিজের লক্ষ্য ঠিক রেখেছি। আর সেভাবেই চলবো।” 

স্বামী অমৃত বারুইও দেবীর পাশে দাঁড়িয়েছেন সবসময়। তিনি বলেন, “আমি সবসময় দেবীকে সমর্থন করেছি। আর্থিক অনটনের কারণে ও নিজেই নিজের উপার্জনের পথ খুলে নিয়েছে। আমি এতে বাধা দিইনি। আজ ও নিজেই নিজের সাফল্য অর্জন করেছে। আমি গর্বিত।” 

READ MORE:  প্রধান শিক্ষকদের ভুলে এবার মাধ্যমিক দিতে পারবে না অজস্র পরীক্ষার্থী! অবাক কাণ্ড বাংলায়

পরবর্তী লক্ষ্য চাকরি পাওয়া

বর্তমানে দেবী রায় একটি ভালো চাকরির খোঁজ করছেন। যতদিন না চাকরি পান, ততদিন টোটো চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। তার এই অদম্য মানসিকতা এবং জীবন সংগ্রাম সত্যিই অনেকের জীবনে অনুপ্রেরণামূলক হতে পারে। প্রতিবেশীরাও দেবীর এই মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন। তার এই লড়াই প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে কোন কিছুই অসম্ভব থাকে না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.