Sunil Joshi: BCCI-এ নয়া মুখ, আসতে চলেছেন কিংবদন্তী ভারতীয় অলরাউন্ডার! কোন পদে? | BCCI May Recruit Legendary Indian Cricketer
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। হ্যাঁ! এখনও পর্যন্ত যা খবর, ইতিমধ্যেই নাকি BCCI-র একটি শূন্য পদের জন্য আবেদন করেছেন টিম ইন্ডিয়ার বহু যুদ্ধজয়ের এই কারিগর। জানা যাচ্ছে, সাইরাজ বাহুতুলে বোর্ডের পদ ছেড়ে IPL ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সহকারি কোচের দায়িত্বে থাকায় শূন্যস্থান ভরাট করতে খুব সম্ভবত এই ভারতীয় কিংবদন্তিকে নিয়োগ করতে পারে BCCI।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সের আগের নাম ছিল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বা NCA। সাধারণত অনেকেই সেন্টার অফ এক্সিলেন্সকে এই নামে ডাকতেন। তবে পরবর্তীতে চেন্নাইয়ে আলাদা করে নতুন জমি কিনে একাধিক সুবিধা সম্পন্ন বিরাট ক্যাম্পাস তৈরি করে COE গড়ে তোলে বোর্ড। শোনা যাচ্ছে, এবার সেই সেন্টার অফ এক্সিলেন্সের স্পিন বোলিং কোচের শূন্যপদ ভরাট করতে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানিয়েছেন টিম ইন্ডিয়ার কিংবদন্তি অলরাউন্ডার সুনীল যোশী।
খোঁজ নিয়ে জানা গেল, 54 বছর বয়সি এই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটের বর্তমানে পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত। বর্তমানে কোচ রিকি পন্টিংয়ের তত্ত্বাবধানে কাজ করছেন তিনি। BCCI-র একটি সূত্র জানিয়েছে, সম্প্রীতি অনলাইন মাধ্যমে স্পিন কোচের পদে চাকরি করতে আবেদন জানিয়েছিলেন যোশী। এরপর নাকি বোর্ডের উদ্যোগে 3 সদস্যের একটি প্যানেল তাঁর ইন্টারভিউ নিয়েছিল। জানা যাচ্ছে, ওই প্যানেলের দায়িত্বে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর, ক্রিকেট অপারেশনসের জেনারেল ম্যানেজার অ্যাভি কুরিভালা।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সের স্পিন বোলিং কোচের পদে চাকরি করতে যোশী ছাড়াও আরও 4 জন আবেদন জানিয়েছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার অনূর্ধ-19 মহিলা দলের কোচ নুশিন আল খাদির, গুজরাত ও সৌরাষ্ট্রের প্রাক্তন বাঁহাতি স্পিনার রাখেশ ধ্রুভ ও বিদর্ভের অভিজ্ঞ অফ স্পিনার প্রীতম গান্ধেও। তবে শোনা যাচ্ছে এলিট স্তরে খেলার তেমন অভিজ্ঞতা না থাকায় সুনীল বাদে অন্যদের সেভাবে গুরুত্ব দিচ্ছে না বোর্ড!
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এলিট স্তরে ক্রিকেট খেলার অভিজ্ঞতা সিভি-তে উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থীদের মধ্যে শুধুমাত্র সুনীলই একজন যাঁর এলিট স্তরে কোচিংয়ের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। জানা যায়, একাধিক প্রথম শ্রেণীর দলকে কোচিং করিয়েছেন সুনীল যোশী। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাজ করেছেন তিনি। বিরাট অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক স্তরেরও। সেই সাথেই তিনি বেঙ্গালুরুর বাসিন্দা হওয়ায় বাড়তি সুবিধা থাকছে।
অবশ্যই পড়ুন: বিক্রি হয় শেষ সম্বল! ছেলের স্বপ্ন পূরণে বিরাট বলিদান দেন বাবা সঞ্জীব, কোন ক্লাসে পড়ে বৈভব?
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ইন্টারভিউয়ের পর সমস্ত পর্যায়ে উত্তীর্ণ হলে নির্বাচিত কোচিং স্টাফের কাজ হবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটার যেমন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়াদের মতো খেলোয়াড়দের টেকনিক্যাল দিক থেকে সাহায্য করার পাশাপাশি ভারতের A অনূর্ধ্ব-19 ও ঘরোয়া পর্যায়ের অন্যতম সেরা প্রতিভাদের সাথে কাজ করা। এছাড়াও খেলোয়াড়দের চোট কাটিয়ে ফিরিয়ে আনার জন্য যাবতীয় কাজও করতে হবে তাঁকে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.