বিক্রম ব্যানার্জী, কলকাতা: RCB-র বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ঝোড়ো ব্যাটিং দেখানো ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারিনকে (Sunil Narine) গতকালের ম্যাচে দেখতে পাওয়া যায়নি। কেন? প্রশ্ন করছেন ভক্তরা। অনেকে হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন, মূলত শারীরিক অসুস্থতার কারণে বুধবারের ম্যাচে খেলতে পারেননি নারিন। তাহলে, বর্তমানে কেমন আছেন তিনি? নাইট তারকাকে নিয়ে বড় আপডেট এসেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
RCB-র ম্যাচে নারিন ঝড়
শনিবার IPL 2025 মরসুমের যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। 18 তম সংস্করণের প্রথম ম্যাচেই ঘরের মাঠে প্রতিপক্ষ RCB। তাই বাড়তি তোড়জোড় ছিল। তবে বিরাট কোহলিদের বিপক্ষে অতিরিক্ত নিরাপত্তা বেঁধেও লাভের লাভ হয়নি। মরসুমের শুরুটা পরাজয় দিয়েই করতে হয়েছিল ডিফেনডিং চ্যাম্পিয়নদের।
তবে ম্যাচ হারলেও শনিবার ব্যাট হাতে কামাল দেখিয়েছিলেন নাইটদের পুরনো সঙ্গী সুনীল নারিন। এদিন ওপেন করতে এসে ডিক’ককে হারানোর পর অধিনায়ক অজিঙ্কা রাহানের সাথে জুটি বাঁধেন তিনি। অধিনায়ক চার-ছয় হাঁকাচ্ছেন, তাহলে আমি কেন বাদ যাবে? মুখে না বললেও, শনিবারের ম্যাচ চলাকালীন হয়তো মনে মনে এমন কথাই আউড়েছিলেন নারিন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আর এরপরই ব্যাটে গরম হাওয়া উঠেছিল তাঁর। এদিন বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র 26 বলে 44 রানের দুরন্ত ইনিংস খেলেন নারিন। তবে দুঃখের বিষয়, শারীরিক অসুস্থতার কারণে গতকালের ম্যাচে জায়গা হয়নি তাঁর। এখন কেমন আছেন তিনি?
কেমন আছেন নারিন?
নারিনের মতো একজন অলরাউন্ডারের অসুস্থতা কলকাতা নাইট রাইডার্সের জন্য সত্যিই দুর্ভাগ্যের। তবে বর্তমানে কেমন আছেন তিনি? আগামী ম্যাচে খেলতে পারবেন তো? KKR-এর তরফে নাইট তারকার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে বেশ কিছু সূত্র বলছে, বর্তমানে নারিনের শারীরিক অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণের পর খুব শীঘ্রই তাঁকে মাঠে নামার অনুমতি দেবে মেডিকেল টিম। মনে করা হচ্ছে, মুম্বইয়ের বিরুদ্ধে আগামী ম্যাচেই একাদশে ফিরবেন তিনি।
অবশ্যই পড়ুন: হাত ফসকেছে সেঞ্চুরি, তবুও ৪ নাইট তারকার রেকর্ড গুঁড়িয়ে KKR-র হয়ে বিশেষ নজির গড়লেন ডিক’ক
প্রথমবারের জন্য KKR-এর কোনও ম্যাচে খেললেন না সুনীল?
নাইট শিবিরের পুরনো যোদ্ধা তথা ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন 2020 সালের পর এ বছর এই প্রথমবারের জন্য কলকাতা নাইট রাইডার্সের কোনও IPL ম্যাচে খেললেন না। গতকাল তাঁর বিকল্প হিসেবে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছিলেন ইংলিশ তারকা মইন আলি।