Categories: খেলা

Super Cup 2025: সুপার কাপে দুর্ধর্ষ লড়াই, কোয়ার্টারেই মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান! দেখুন সূচি | Super Cup 2025 Full Schedule

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশ্যে এসেছে আসন্ন সুপার কাপের (Super Cup 2025) সূচি। সোমবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বহু অপেক্ষিত সুপার কাপের নির্ধারিত সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, এবারের প্রতিযোগিতা আয়োজিত হবে নকআউট পদ্ধতিতে। হিসেব বলছে, আসন্ন 20 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সুপার কাপের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়ে যেতে পারে কলকাতা ময়দানে কলকাতা প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কবে থেকে শুরু হচ্ছে সুপার কাপ?

ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রকাশিত সূচি বলছে, আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপের যাত্রা। চলবে মে মাসের 3 তারিখ পর্যন্ত। ইন্ডিয়ান সুপার লিগের 13টি দলই এই মহাযুদ্ধে অংশ নেবে। এছাড়াও আইলিগের 3টি সফল দল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। আগেই জানানো হয়েছে, এবারের সুপার কাপ আয়োজিত হবে নকআউট পদ্ধতিতে।

ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই যাত্রা শুরু

ঘোষিত সূচি অনুসারে, আসন্ন 20 এপ্রিল সুপার কাপের প্রথম মহারণ আয়োজিত হবে দুপুর 4:30 মিনিটে। এদিন একেবারে প্রথম ম্যাচে সম্মুখ সমরে উপস্থিত হবে কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গল ও শক্তিশালী কেরালা ব্লাস্টার্স। জানিয়ে রাখি, ইস্টবেঙ্গলের ম্যাচের দিনই মাঠে নামছে মোহনবাগানও। এদিন সন্ধ্যায় সবুজ মেরুনের প্রতিপক্ষ কে হবে তা এখনও ঠিক হয়নি। তবে এ কথা নিশ্চিত যে প্রথম মঞ্চে আই লিগের একটি দলের বিরুদ্ধে মাঠে নামবে মেরিনার্সরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মোহনবাগানের প্রতিপক্ষ হওয়ার আগে কঠিন পরীক্ষা

সুপার কাপের প্রথম মঞ্চে মোহনবাগানের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে কৌতূহলের পারদ যথেষ্ট চওড়া। সেক্ষেত্রে বলে রাখি, ইতিমধ্যেই আই লিগের প্রথম 3 দল সুপার কাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। মূলত চার্চিল ব্রাদার্স, ইন্টার কাশি ও গোকুলম কেরল, এই তিন দলই ইন্ডিয়ান সুপার লিগের তিন দল মোহনবাগান, গোয়া ও সুনীল ছেত্রীদের বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে।

তবে সুপার কাপের একেবারে প্রথম আসরে মোহনবাগানের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে 9 এপ্রিল। এখনও যেহেতু আই লিগে চ্যাম্পিয়ন ঘোষণা হয়নি, ফলত কোন দল কাদের বিরুদ্ধে নামবে তা ঠিক হবে ড্রয়ের মাধ্যমে। আর সেদিনই জানা যাবে 3 আইলিগ দলের মধ্যে কাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মোহনবাগান।

সুপার কাপের প্রধান ম্যাচগুলি…

ঘোষিত সূচি অনুযায়ী, এবছর প্রি-কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই শুরু হবে সুপার কাপ। মূলত 20 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত চলবে প্রি কোয়ার্টার ম্যাচগুলি। এরপর কোয়ার্টার ফাইনাল গড়াবে 26 এবং 27 এপ্রিল। পরবর্তীতে দুই সেমিফাইনাল হবে 30 এপ্রিল। এবং সবশেষে ফাইনাল গড়াবে 3 মে। কাজেই হিসেব যা বলছে, চলতি মাসের মধ্যেই ফাইনালের আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি শেষ করতে চাইছে ফেডারেশন।

90 মিনিটেই খেলা শেষ!

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, আসন্ন সুপার কাপের প্রি কোয়ার্টার, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলির ক্ষেত্রে কোনও অতিরিক্ত সময় থাকছে না। হ্যাঁ, 90 মিনিটের মধ্যেই কাজের কাজ করতে হবে দলগুলিকে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে হিসেব না মিললে, ম্যাচ গড়াবে ট্রাইব্রেকারে। তবে বলে রাখি ফাইনালে 90 মিনিটের সাথে অতিরিক্ত সময় যুক্ত হবে।

এক নজরে সুপার কাপের সূচি

20 এপ্রিল, দুপুর 4:30 মিনিটে কেরল বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ। এরপর রাত 8 টা থেকে শুরু হবে মোহনবাগান বনাম আই লিগের দলের মহাযুদ্ধ।

21 এপ্রিল, দুপুর 4:30 মিনিটে গোয়া বনাম আই লিগের দলের ম্যাচ রয়েছে। এরপর রাত 8 টা থেকে শুরু হবে ওড়িশা বনাম পাঞ্জাব এফসির ম্যাচ।

23 এপ্রিল, দুপুর 4:30 মিনিটে বেঙ্গালুরু বনাম আইলিগের তৃতীয় দলের ম্যাচ রয়েছে। এরপর রাত 8 টায় মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ।

অবশ্যই পড়ুন: মানুষ নিয়েই আকাশে উড়বে ড্রোন, দুর্গাপুরের যুবকের আবিষ্কারে অবাক সবাই

24 এপ্রিল, দুপুর 4:30 মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেড বনাম মহমেডানের ম্যাচ রয়েছে। অন্যদিকে রাত 8 টায় জামশেদপুর বনাম হায়দরাবাদের ম্যাচ।

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

Android Phone: ৩ দিন ব্যবহার করেননি? অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন | Your Android Smartphone Will Automatically Turn Off

সৌভিক মুখার্জী, কলকাতা: কল্পনা করে দেখুন তো, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (Android Phone) তিন দিন…

33 minutes ago

Weather Today: ঘন্টায় ৬০ কিমি বেগে ঝড়, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আজকের আবহাওয়া | South Bengal Rain Kalbaisakhi In Many Districts Weather Today

সহেলি মিত্র, কলকাতা: বাংলায় টানা ঝড়-বৃষ্টির জন্য তাপপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া…

1 hour ago

Samsung Galaxy F05 Discount: 6500 টাকার কমে Samsung Galaxy F05 স্মার্টফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার | Flipkart Mobile Bonanza Sale

বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…

8 hours ago

Daily Horoscope: এই তিন রাশির ওপর আকাশ ফুঁড়ে নামছে শনি-আশীর্বাদ! রইল আজকের রাশিফল, ১৯শে এপ্রিল | Ajker Rashifal 19 April

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…

8 hours ago

স্পেসে ‘জলভালুক’ নিয়ে যাবে ভারতীয় মহাকাশচারী, নয়া পরীক্ষায় ISRO?

সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…

9 hours ago

‘২০২৬ এ জাপান, জার্মানিকে টপকে তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হবে ভারত’

সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…

10 hours ago

This website uses cookies.