লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Super Cup 2025: সুপার কাপে দুর্ধর্ষ লড়াই, কোয়ার্টারেই মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান! দেখুন সূচি | Super Cup 2025 Full Schedule

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশ্যে এসেছে আসন্ন সুপার কাপের (Super Cup 2025) সূচি। সোমবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বহু অপেক্ষিত সুপার কাপের নির্ধারিত সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, এবারের প্রতিযোগিতা আয়োজিত হবে নকআউট পদ্ধতিতে। হিসেব বলছে, আসন্ন 20 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সুপার কাপের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়ে যেতে পারে কলকাতা ময়দানে কলকাতা প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কবে থেকে শুরু হচ্ছে সুপার কাপ?

ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রকাশিত সূচি বলছে, আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপের যাত্রা। চলবে মে মাসের 3 তারিখ পর্যন্ত। ইন্ডিয়ান সুপার লিগের 13টি দলই এই মহাযুদ্ধে অংশ নেবে। এছাড়াও আইলিগের 3টি সফল দল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। আগেই জানানো হয়েছে, এবারের সুপার কাপ আয়োজিত হবে নকআউট পদ্ধতিতে।

ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই যাত্রা শুরু

ঘোষিত সূচি অনুসারে, আসন্ন 20 এপ্রিল সুপার কাপের প্রথম মহারণ আয়োজিত হবে দুপুর 4:30 মিনিটে। এদিন একেবারে প্রথম ম্যাচে সম্মুখ সমরে উপস্থিত হবে কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গল ও শক্তিশালী কেরালা ব্লাস্টার্স। জানিয়ে রাখি, ইস্টবেঙ্গলের ম্যাচের দিনই মাঠে নামছে মোহনবাগানও। এদিন সন্ধ্যায় সবুজ মেরুনের প্রতিপক্ষ কে হবে তা এখনও ঠিক হয়নি। তবে এ কথা নিশ্চিত যে প্রথম মঞ্চে আই লিগের একটি দলের বিরুদ্ধে মাঠে নামবে মেরিনার্সরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মোহনবাগানের প্রতিপক্ষ হওয়ার আগে কঠিন পরীক্ষা

সুপার কাপের প্রথম মঞ্চে মোহনবাগানের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে কৌতূহলের পারদ যথেষ্ট চওড়া। সেক্ষেত্রে বলে রাখি, ইতিমধ্যেই আই লিগের প্রথম 3 দল সুপার কাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। মূলত চার্চিল ব্রাদার্স, ইন্টার কাশি ও গোকুলম কেরল, এই তিন দলই ইন্ডিয়ান সুপার লিগের তিন দল মোহনবাগান, গোয়া ও সুনীল ছেত্রীদের বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে।

READ MORE:  Super Cup Venue: কলকাতায় হবে সুপার কাপ? গোয়া, ওড়িশার নাম উঠলেও বিরাট আশা রয়েছে বাংলার | AIFF Super Cup

তবে সুপার কাপের একেবারে প্রথম আসরে মোহনবাগানের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে 9 এপ্রিল। এখনও যেহেতু আই লিগে চ্যাম্পিয়ন ঘোষণা হয়নি, ফলত কোন দল কাদের বিরুদ্ধে নামবে তা ঠিক হবে ড্রয়ের মাধ্যমে। আর সেদিনই জানা যাবে 3 আইলিগ দলের মধ্যে কাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মোহনবাগান।

সুপার কাপের প্রধান ম্যাচগুলি…

ঘোষিত সূচি অনুযায়ী, এবছর প্রি-কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই শুরু হবে সুপার কাপ। মূলত 20 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত চলবে প্রি কোয়ার্টার ম্যাচগুলি। এরপর কোয়ার্টার ফাইনাল গড়াবে 26 এবং 27 এপ্রিল। পরবর্তীতে দুই সেমিফাইনাল হবে 30 এপ্রিল। এবং সবশেষে ফাইনাল গড়াবে 3 মে। কাজেই হিসেব যা বলছে, চলতি মাসের মধ্যেই ফাইনালের আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি শেষ করতে চাইছে ফেডারেশন।

READ MORE:  Indian Cricketers Ban: ক্রিকেটের ইতিহাসে অভিশপ্ত দিন ৭ এপ্রিল! আজই কেরিয়ার শেষ হয়েছিল টিম ইন্ডিয়ার ২ মহারথীর | Indian Cricketers Banned For Match Fixing On 7 April, 2000

90 মিনিটেই খেলা শেষ!

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, আসন্ন সুপার কাপের প্রি কোয়ার্টার, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলির ক্ষেত্রে কোনও অতিরিক্ত সময় থাকছে না। হ্যাঁ, 90 মিনিটের মধ্যেই কাজের কাজ করতে হবে দলগুলিকে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে হিসেব না মিললে, ম্যাচ গড়াবে ট্রাইব্রেকারে। তবে বলে রাখি ফাইনালে 90 মিনিটের সাথে অতিরিক্ত সময় যুক্ত হবে।

READ MORE:  Mohun Bagan: ISL জয়ের পর আরেক সুখবর মোহনবাগানে | MBSG Signs Molina For Next Season

এক নজরে সুপার কাপের সূচি

20 এপ্রিল, দুপুর 4:30 মিনিটে কেরল বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ। এরপর রাত 8 টা থেকে শুরু হবে মোহনবাগান বনাম আই লিগের দলের মহাযুদ্ধ।

21 এপ্রিল, দুপুর 4:30 মিনিটে গোয়া বনাম আই লিগের দলের ম্যাচ রয়েছে। এরপর রাত 8 টা থেকে শুরু হবে ওড়িশা বনাম পাঞ্জাব এফসির ম্যাচ।

23 এপ্রিল, দুপুর 4:30 মিনিটে বেঙ্গালুরু বনাম আইলিগের তৃতীয় দলের ম্যাচ রয়েছে। এরপর রাত 8 টায় মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ।

অবশ্যই পড়ুন: মানুষ নিয়েই আকাশে উড়বে ড্রোন, দুর্গাপুরের যুবকের আবিষ্কারে অবাক সবাই

24 এপ্রিল, দুপুর 4:30 মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেড বনাম মহমেডানের ম্যাচ রয়েছে। অন্যদিকে রাত 8 টায় জামশেদপুর বনাম হায়দরাবাদের ম্যাচ।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.