বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL-এ ব্যর্থতার পর AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে কার্যত বিফলে গিয়েছে পরিশ্রম। ফলত, বাধ্য হয়েই সুপার কাপে (Super Cup 2025) নজর রাখতে হচ্ছে কোচ অস্কার ব্রুজোকে। যদিও ইতিমধ্যেই সুপার কাপ 2025 মরসুমের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। তবে সুপার কাপে কলকাতা ময়দানের অন্যতম গুরুত্বপূর্ণ দল মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ঠিক না হলেও চূড়ান্ত হয়েছে মশালবাহিনীর প্রথম প্রতিপক্ষ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কবে থেকে শুরু হচ্ছে সুপার কাপ?
গতবার সুপার কাপ জিতেছিল কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গল। এবার সেই চেনা টুর্নামেন্ট শুরু হওয়ার আশায় একপ্রকার হাপিত্যেশ করে বসেছিলেন লাল হলুদের ছেলেরা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘোষিত হয়েছে সেই সূচি। সূত্রের খবর, 21 এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। এই টুর্নামেন্টে 13টি ISL দলের পাশাপাশি 3টি আই লিগের দলও অংশগ্রহণ করবে।
সুপার কাপে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ কে?
গত মরসুমে সুপার কাপে জয়জয়কার হয়েছিল লাল হলুদের। সেবার শক্তিশালী দল ওড়িশা এফসিকে ফাইনালের মঞ্চে 3-2 গোলে হারিয়ে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। যার দরুণ দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে সর্বভারতীয় ট্রফি জেতে মশাল ব্রিগেড। আর এই সাফল্যের হাত ধরেই দীর্ঘ অপেক্ষা, অপবাদ ও লাঞ্ছনা ঘুচিয়ে যায় ইস্টবেঙ্গলের।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
তীব্র উচ্ছ্বাসে মেতে ওঠেন ভক্তরা। এবারেও সেই দিন দেখতে চাইবে লাল হলুদ। বলে রাখি, সুপার কাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আসন্ন টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ হবে কেরালা ব্লাস্টার্স। কারণ তারা 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল। কাজেই চেনা প্রতিপক্ষের দুর্বল জায়গায় হাত বুলিয়ে সুপার কাপের প্রথম আসরেই জয়ের স্বাদ পেতে চাইবে ইস্টবেঙ্গল।
সুপার কাপের আগেই হতাশ কোচ অস্কার
AFC চ্যালেঞ্জ লিগের অভিযান শেষ করে বৃহস্পতিবার ঘরে ফিরেছে ইস্টবেঙ্গল। দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের পর বর্তমানে দলের ছেলেদের বিশ্রামের প্রয়োজন বুঝেই তাঁদের রেস্ট দিয়েছেন অস্কার। জানা যাচ্ছে, ক্লেটন সিলভা ও মেসি বাউলি ছাড়া প্রায় সব বিদেশিই দেশে ফিরে গিয়েছেন।
আর কিছুদিনের মধ্যে মেসিরাও রওনা দেবেন। এমতাবস্থায়, অস্কার চাইছেন মার্চের একেবারে শেষ সপ্তাহ থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করতে। এহেন আবহে, শুক্রবার কলকাতা থেকে শিলং উড়ে গিয়েছেন ইস্টবেঙ্গলের দুই তাবড় ফুটবলার জিকসন সিং ও নাওরেম মহেশ সিং।
অবশ্যই পড়ুন: রিঙ্কু, রাহানে অতীত! নয়া নায়ক পেয়ে গেল KKR
সূত্র বলছে, AFC চ্যালেঞ্জ লিগের জোনাল সেমিফাইনাল হাতছাড়া হওয়ায় বর্তমানে যথেষ্ট হতাশ অস্কার। শেষ সুযোগ রয়েছে সুপার কাপে। আর সেই মহারণের আগেই দলের ছেলেরা যে যার মতো দেশে ফিরে যাচ্ছেন। ফলত, ফের সবাইকে একসাথে এনে আদৌ মার্চ থেকে সুপার কাপের অনুশীলন শুরু করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন লাল হলুদদের স্প্যানিশ কোচ।