বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্ভাবনাটা চাগার দিয়ে উঠেছিল আগেই। অবশেষে তাতেই পড়ল সিলমোহর। কলিঙ্গ সুপার কাপ (Super Cup 2025) থেকে নাম প্রত্যাহার করেছে চার্চিল ব্রাদার্স। যার জেরে শেষ 16-তে কোনও ম্যাচ না খেলেই একেবারে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মোহনবাগান। যা ফের আরও এক হাইভোল্টেজ ডার্বির সম্ভাবনাকে উসকে দিচ্ছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ওয়াকওভার পেয়ে গেল সবুজ মেরুন
কলিঙ্গ সুপার কাপে রাস্তাটা তৈরি করে দিয়েছে চার্চিল ব্রাদার্স। সূত্রের খবর, ইতিমধ্যেই গোটা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, 2025 সালের কলিঙ্গ সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে চার্চিল ব্রাদার্স, যার জেরে মোহনবাগান সুপার জায়েন্ট ওয়াকওভার পাচ্ছে।
হিসেব অনুযায়ী, সম্ভাব্য প্রতিপক্ষ নাম তুলে নেওয়ায়, 20 এপ্রিল সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে হচ্ছে না জোসে মোলিনার ছেলেদের। তার বদলে একেবারে 26 এপ্রিল কোয়ার্টার ফাইনালে পা রাখবে সবুজ মেরুন। আর এই কোয়ার্টার ফাইনালেই ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল। কীভাবে? জানব।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অবশ্যই পড়ুন: বুলেট ট্রেন নিয়ে ভারতের জন্য বিরাট সুখবর
ডার্বি দেখার সৌভাগ্য হতে পারে সমর্থকদের
চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহার করে নেওয়ায় একেবারে আহ্লাদে আটখানা মোহনবাগান। শুভ সময়ের মাঝে, খাটনি কিছুটা লঘু হওয়ায় খুশি গঙ্গা পাড়ের দল। এহেন আবহে ডার্বির অপেক্ষায় রয়েছেন ফুটবল প্রেমীরা। সূচি অনুযায়ী, 20 এপ্রিল সুপার কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স।
একই দিনে রাত 8 টায় ম্যাচ হওয়ার কথা ছিল মোহনবাগান ও চার্চিল ব্রাদার্সের। তবে প্রতিপক্ষ যেহেতু নাম তুলে নিল, তাই বাগান পৌঁছে গিয়েছে একেবারে কোয়ার্টার ফাইনালে। এমতবস্থায়, সুপার কাপের প্রথম ম্যাচে কেরালা ও ইস্টবেঙ্গলের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে মোহনবাগান। কাজেই লাল হলুদ ঝরে যদি কেরালার খুঁটি উপড়ে যায়, সেক্ষেত্রে ডার্বি একেবারে নিশ্চিত।