লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Super Cup 2025: না খেলেই কোয়ার্টার ফাইনাল! সুপার কাপে বিরাট অ্যাডভান্টেজ মোহনবাগানের | MBSG Advances To Super Cup 2025 Quarterfinals

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্ভাবনাটা চাগার দিয়ে উঠেছিল আগেই। অবশেষে তাতেই পড়ল সিলমোহর। কলিঙ্গ সুপার কাপ (Super Cup 2025) থেকে নাম প্রত্যাহার করেছে চার্চিল ব্রাদার্স। যার জেরে শেষ 16-তে কোনও ম্যাচ না খেলেই একেবারে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মোহনবাগান। যা ফের আরও এক হাইভোল্টেজ ডার্বির সম্ভাবনাকে উসকে দিচ্ছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ওয়াকওভার পেয়ে গেল সবুজ মেরুন

কলিঙ্গ সুপার কাপে রাস্তাটা তৈরি করে দিয়েছে চার্চিল ব্রাদার্স। সূত্রের খবর, ইতিমধ্যেই গোটা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, 2025 সালের কলিঙ্গ সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে চার্চিল ব্রাদার্স, যার জেরে মোহনবাগান সুপার জায়েন্ট ওয়াকওভার পাচ্ছে।

READ MORE:  শিক্ষা পাবে অজিরা! রোহিত-বিরাটদের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছেন শচীনও |Sachin Tendulkar Will Play Against Australia| India Hood News |

হিসেব অনুযায়ী, সম্ভাব্য প্রতিপক্ষ নাম তুলে নেওয়ায়, 20 এপ্রিল সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে হচ্ছে না জোসে মোলিনার ছেলেদের। তার বদলে একেবারে 26 এপ্রিল কোয়ার্টার ফাইনালে পা রাখবে সবুজ মেরুন। আর এই কোয়ার্টার ফাইনালেই ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল। কীভাবে? জানব।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অবশ্যই পড়ুন: বুলেট ট্রেন নিয়ে ভারতের জন্য বিরাট সুখবর

ডার্বি দেখার সৌভাগ্য হতে পারে সমর্থকদের

চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহার করে নেওয়ায় একেবারে আহ্লাদে আটখানা মোহনবাগান। শুভ সময়ের মাঝে, খাটনি কিছুটা লঘু হওয়ায় খুশি গঙ্গা পাড়ের দল। এহেন আবহে ডার্বির অপেক্ষায় রয়েছেন ফুটবল প্রেমীরা। সূচি অনুযায়ী, 20 এপ্রিল সুপার কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স।

READ MORE:  East Bengal FC: শক্তি বাড়ছে ইস্টবেঙ্গলের! দলে আসতে পারেন তুখড় ব্রাজিলিয়ান তারকাকে | East Bengal May Sign Brazilian Footballer

একই দিনে রাত 8 টায় ম্যাচ হওয়ার কথা ছিল মোহনবাগান ও চার্চিল ব্রাদার্সের। তবে প্রতিপক্ষ যেহেতু নাম তুলে নিল, তাই বাগান পৌঁছে গিয়েছে একেবারে কোয়ার্টার ফাইনালে। এমতবস্থায়, সুপার কাপের প্রথম ম্যাচে কেরালা ও ইস্টবেঙ্গলের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে মোহনবাগান। কাজেই লাল হলুদ ঝরে যদি কেরালার খুঁটি উপড়ে যায়, সেক্ষেত্রে ডার্বি একেবারে নিশ্চিত।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফির আগে বিপদ বাড়ল টিম ইন্ডিয়ার, চিন্তায় গম্ভীর থেকে BCCI | Team India's Most Player Inexperienced In Dubai

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.