বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপের (Super Cup) ভেন্যু নিয়ে সমস্যার জেরে টুর্নামেন্ট বাতিলের পথে হেঁটেছিল AIFF। তবে অংশগ্রহণকারী দলগুলির অসন্তোষের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফেডারেশন। সূত্রের খবর, টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত ময়দান নিয়ে অভাবের মাঝেই সুপার কাপ আয়োজনের জন্য জায়গা দিতে সদিচ্ছা জানিয়েছে গোয়া, ওড়িশা এবং কলকাতা। তবে তা সত্ত্বেও শেষ পর্যন্ত সুপার কাপ কোথায় গড়াবে তা নিয়ে টালবাহানা অব্যাহত।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
গোয়ায় সুপার কাপ আয়োজনের ক্ষেত্রে বাধা!
বেশ কিছু সূত্র মারফত খবর, সুপার কাপের ভেন্যু নিয়ে সমস্যার মাঝেই টুর্নামেন্ট আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছিল গোয়া। যে খবর বহু আগে থেকেই শোনা গিয়েছিল নানা মহলে। তবে গোয়ায় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় মোট অঙ্কের অর্থ। রিপোর্ট বলছে, টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহ প্রকাশ করলেও ফেডারেশনের আর্থিক সাহায্য ছাড়া প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না বলেই জানিয়েছিল গোয়ার ফুটবল সংস্থা।
জানা যায়, টুর্নামেন্টের যাবতীয় খরচ বাবদ ফেডারেশনের কাছ থেকে প্রায় দু কোটি সাবডিসি চাওয়া হয়েছিল গোয়ার তরফে। তবে বর্তমানে সেই মোট অঙ্কের বোঝা টানতে না পারায় আপাতত গোয়ায় সুপার কাপ আয়োজনের কথা ভাবছে না ফেডারেশন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ভেন্যু হিসেবে নাম ওঠে উত্তরাখণ্ডের
সূত্র বলছে, গোয়ার পর সুপার কাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল উত্তরাখণ্ডের ফুটবল সংস্থাও। জানা গিয়েছে, উত্তরাখণ্ডে 650 কোটি টাকা ব্যয় করে জাতীয় গেমস আয়োজনের পরিকাঠামো তৈরি করা হয়েছে। ফলত, সেখানে সুপার কাপ আয়োজন করতে কোনও রকম সমস্যা হওয়ার কথা নয়।
তবে তথ্য মারফত খবর, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্পোর্টস স্টেডিয়ামে ব্রডকাস্টিং জনিত কিছু সমস্যা রয়েছে। মূলত স্টেডিয়ামের একটা সাইড সম্পূর্ণ খোলা। বলা হচ্ছে, এই কারণকে সামনে রেখেই সুপার কাপের সম্ভাব্য ভেন্যুর লিস্ট থেকে বাদ পড়েছে উত্তরাখণ্ডের নাম।
সুপার কাপ গড়াবে কলকাতায়?
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুপার কাপ আয়োজনের জন্য ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে IFA। আর সেই কারণেই ভারতের অন্যতম ফুটবল টুর্নামেন্টের ভেন্যু হিসেবে উঠে আসছে কলকাতার নাম। সূত্র বলছে, টুর্নামেন্ট আয়োজনের জন্য গোয়ার মতো কোনও রকম আর্থিক সাহায্য চায়নি বাংলা। কাজেই কোনও রকম অতিরিক্ত খরচ ছাড়াই কলকাতায় সুপার কাপ আয়োজনের সুযোগ রয়েছে। শোনা যাচ্ছে, ফেডারেশনের তরফেও কলকাতায় টুর্নামেন্টে আয়োজন করা যায় কিনা তা নিয়ে চলছে চলছে জোর আলোচনা।
বিকল্প হিসেবে উঠে এসেছে ওড়িশার নামও
কলকাতার পাশাপাশি বিকল্প ভেন্যু হিসেবে উঠে আসছে ওড়িশার নামও। জানা যাচ্ছে, সুপার কাপ আয়োজনের জন্য ইতিমধ্যেই প্রবল আগ্রহ প্রকাশ করেছে ওড়িশার ফুটবল সংস্থা। বলা বাহুল্য, গত বছর ভুবনেশ্বরে সুপার কাপ আয়োজন করেছিল ফেডারেশন। মনে করা হচ্ছে, এবার সেই সূত্র ধরেই বাড়তি ঝক্কি থেকে বাঁচতে ওড়িশাতেই গড়াতে পারে সুপার কাপের চাকা। যদিও এ প্রসঙ্গে ফেডারেশন সচিব অনিল কুমার জানান, সুপার কাপ আয়োজনের জন্য আমাদের কাছে বিকল্প হিসেবে, কলকাতা, ওড়িশা ও গোয়ার নাম এসেছে।
অবশ্যই পড়ুন: জিতেও গ্রুপ শীর্ষে জায়গা হলো না ভারত-অস্ট্রেলিয়ার, বাদ পড়ার আশঙ্কায় এই ৪ দল
সেই মতো যাবতীয় কাগজপত্র পাঠানো হয়েছে কমিটির কাছে। কমিটি সিদ্ধান্ত জানালেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ফেডারেশন সচিবের কথায়, কমিটি সিদ্ধান্ত জানানোর পরই চূড়ান্ত হবে সুপার কাপের ভেন্যু। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে কমিটি। আর সেই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে সুপার কাপের ভবিষ্যত ।