প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ এবং নক্ষত্রপুঞ্জের মতো সূর্যগ্রহণ (Surya Grahan 2025) এবং চন্দ্রগ্রহণ বেশ গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে সূর্যগ্রহণের মাহাত্ম্য একটু বেশি। শাস্ত্র মতে, শনিদেব ও সূর্যের সবসময় আলাদা মাহাত্ম্য রয়েছে। সূর্যের প্রভাব যেমন ১২ টি রাশির জীবনে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই শনিদেবের প্রভাবও এই রাশিগুলির জীবনে বেশ তাৎপর্যপূর্ণ। গণনা সূত্রে জানা গিয়েছে বর্তমানে শনি রয়েছেন কুম্ভ রাশিতে। আগামী ২৯ মার্চ তিনি কুম্ভ থেকে বের হয়ে মীনে প্রবেশ করতে চলেছে। এদিকে, ওই দিনেই বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে। যার ফলে সূর্যগ্রহণ এবং শনি গোচরের ফলে বহু রাশিতে লাভ আসতে চলেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কবে কখন হবে সূর্যগ্রহণ?
পঞ্জিকা অনুযায়ী চলতি বছর আগামী ২৯ মার্চ বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে। জানা গিয়েছে এই সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যাতে ভারতীয় সময় দুপুর ২:২০ মিনিট থেকে এবং সন্ধে ৬:১৬ মিনিট পর্যন্ত থাকবে। এই গ্রহণের মোট সময়কাল ৩ ঘন্টা ৫৩ মিনিট হবে। এটি যেহেতু আংশিক সূর্যগ্রহণ হবে, তাই এটি ভারতে দেখা যাবে না। তবে এই দৃশ্য দেখা যাবে ইউরোপ, এশিয়ার কিছু অংশ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগরে। আর এই সময়, চাঁদ সূর্যের প্রায় ৯৩ শতাংশ ঢেকে ফেলবে। এদিকে আবার ওই একই দিনে রাত ১১টা ০১ মিনিটে শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশিতে সুপ্রভান পড়তে চলেছে।
কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকারা অপার সাফল্য লাভ করবে। সঞ্চয়ের পথ মসৃন হবে। শনির সাড়েসাতি দূর হবে। সব ক্ষেত্রে পাবেন সাফল্য। কোনও, গাড়ি, সম্পত্তির স্বপ্নপূরণ হতে পারে। পরিবার আর আত্নীয়দের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। জীবনে খুশি আসতে থাকবে। ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে সুফল মিলবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কর্কট
কর্কট রাশির ওপরেও সূর্যগ্রহণের সুপ্রভাব পড়তে চলেছে। দীর্ঘ দিনের ঝামেলা থেকে পাওয়া যাবে মুক্তি। আস্তে আস্তে বহু চ্যালেঞ্জ পার করা যাবে। জীবনে ধীরে ধীরে কমবে নেতিবাচক প্রভাব। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। এছাড়াও পরিবারের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করা যাবে
বৃষ
আংশিক সূর্যগ্রহণের সুপ্রভাব পড়তে চলেছে বৃষ রাশির ওপর। আসতে পারে ধনলাভের যোগ। কাজের ক্ষেত্রে বেশ উন্নতি লাভ হবে বলে জানা গিয়েছে। জীবনে দীর্ঘদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি মিলবে। ব্যবসায় দারুন মুনাফা হবে। ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে নয়া সুযোগ আসবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। মানসিক শান্তি ফিরে আসবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।