Suryakumar On Gautam Gambhir: 'যখন আমি KKR-এ ছিলাম', গম্ভীরকে নিয়ে বিরাট মন্তব্য সূর্যকুমারের | Suryakumar Made A Big Statement On Gautam Gambhir
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে অতীতের স্মৃতিচারণা করলেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য কুমার যাদব। কলকাতা নাইট রাইডার্সের থাকাকালীন গম্ভীরের সাথে তাঁর কথোপকথন সংবাদ।মাধ্যমের সাথে ভাগ করে নিয়েছেন স্কাই।
ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বিবৃতিতে টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে প্রশংসায় ভেসেছেন। কোচ গম্ভীর প্রসঙ্গে সূর্য বলেন, আমি যখন কলকাতা নাইট রাইডার্সে খেলতাম, সেই সময়ে উনি আমার সাথে মূলত ক্রিকেট নিয়েই কথা বলতেন। কীভাবে দলকে নেতৃত্ব দেওয়া যাবে, মাঠে টিমের হয়ে কীভাবে টিকে থাকা যায়, কীভাবে দলের দুঃসময়ে পাশে দাঁড়াতে হয় সমস্ত বিষয় নিয়ে আমার সাথে কথা বলতেন গম্ভীর।
সূর্য কুমার বলেন, একজন দক্ষ অধিনায়কের সংজ্ঞাটাও আমি ওনার কাছ থেকেই পেয়েছি। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে আমার। ভদ্রলোক খুব বিচক্ষণ। মাঠের বাইরে তিনি কোনও রকম কথা বলেন না। গম্ভীরের আলোচনার মধ্যে শুধুই, দলের হয়ে ভাল কিছু করে দেখানোর চেষ্টা রয়েছে। স্কাই আরও জানান, আমার দেখা একজন দক্ষ অধিনায়ক গম্ভীর। তিনি জানেন, ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের সাথে কেমন আচরণ করতে হয়। উনি খুব ভাল মনের মানুষ।
রোহিত শর্মা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর জাতীয় দলের 20 ওভারের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম উঠে এসেছিল বারংবার। জল্পনা ছিল, পান্ডিয়াকেই হয়তো ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করবে ম্যানেজমেন্ট। তবে সেই সম্ভাবনায় জল ঢালে বোর্ডের ঘোষণা । সমস্ত জল্পনা কাটিয়ে সূর্য কুমার যাদবকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি বছর অর্থাৎ 2025 মরসুমে তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মেন ইন ব্লু।
অবশ্যই পড়ুন: ইডেন গার্ডেন্স থেকে সরতে পারে KKR-র ম্যাচ! বড় ধাক্কা নাইট ভক্তদের
গতবছর IPL 2025 মরসুমের কথা মাথায় রেখেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদবকে রিটেন করে মুম্বই ইন্ডিয়ান্স। মূলত 16.35 কোটির বিনিময়ে এই ভারতীয় তারকাকে পুনরায় দলে টানে আম্বানির MI। আসন্ন মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে হার্দিক পান্ডিয়ার দল মুম্বইয়ের হয়েই ব্যাট ঘোরাবেন সূর্য।
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
This website uses cookies.