নতুন সুজুকি বার্গম্যান স্কুটারে ফিচার্সের মধ্যে রয়েছে রাইড কানেক্ট (ব্লুটুথ কানেকশন), এলইডি লাইটিং ইত্যাদি। আপডেটেড ২০২৫ সুজুকি বার্গম্যান স্ট্রিট এক্স স্কুটারের দাম রাখা হয়েছে ১.১৬ লাখ টাকা (এক্স-শোরুম)।
দেশের বাজারে বেশ পরিচিত একটি স্কুটার সুজুকি বার্গম্যান স্ট্রিট (Suzuki Burgman Street)। সেই স্কুটারের নতুন সংস্করণ লঞ্চ করেছে কোম্পানি। সমস্ত নির্গগন নীতি মেনে এই স্কুটার আরও একবার আপডেট করেছে সুজুকি। নতুন মডেলটি ই২০ ফুয়েলে চালানো যায়, অর্থাৎ পেট্রলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মিশিয়ে ব্যবহার করা যাবে। যা সাধারণত জীবাশ্ম জ্বালানির থেকে তুলনামূলক পরিবেশ বান্ধব হিসেবে মনে করা হয়। শুধু তাই নয় এবার স্কুটারে আরও ভাল মাইলেজও পাওয়া যাবে।
নতুন সুজুকি বার্গম্যান স্ট্রিট
নতুন স্কুটারে সবথেকে বড় আপডেট ওবিডি২বি ইঞ্জিন। এতে রয়েছে ১২৩.৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৮.৫ হর্সপাওয়ার এবং ১০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এই ওবিডি২বি সিস্টেম স্কুটারের ইঞ্জিন নির্গমন, ম্যালফাংশান ইত্যাদি বিষয়ে সতর্ক করে এবং দূষণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাশাপাশি এই স্কুটারে রয়েছে বিশেষ সুজুকি ইকো পারফরম্যান্স প্রযুক্তি, যা কম তেল ব্যবহার করে সর্বোচ্চ মাইলেজ দিতে সাহায্য করে।
মাইলেজ বেশি পাওয়া যাবে
এই বৈশিষ্ট্যটি নিত্য যাত্রীদের জন্য সহায়ক হতে পারে। যেহেতু সুজুকি বার্গম্যান ভারী ও ম্যাক্সি স্কুটার তাই এতে তুলনামূলক মাইলেজ কম পাওয়া যায়। যে কারণে এই সিস্টেমটি নিশ্চিত করবে যে রাইডার যেন সঠিক মাইলেজ পেতে পারে। এছাড়াও, স্কুটারে যোগ হয়েছে নতুন রং। টপ মডেলে পাওয়া যাবে মেটালিক ম্যাট স্টেলার ব্লু।
নতুন সুজুকি বার্গম্যানের দাম
এই স্কুটারে ফিচার্সের মধ্যে রয়েছে রাইড কানেক্ট (ব্লুটুথ কানেকশন), এলইডি লাইটিং ইত্যাদি। আপডেটেড ২০২৫ সুজুকি বার্গম্যান স্ট্রিট এক্স স্কুটারের দাম রাখা হয়েছে ১.১৬ লাখ টাকা (এক্স-শোরুম)। তবে যাঁরা সুজুকি বার্গম্যান স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট কিনবেন তাঁদের জন্য দাম পড়বে ৯৫,৮০০ টাকা (এক্স-শোরুম)। অন-রোড প্রাইস জানতে যোগাযোগ করুন নিকটবর্তী শোরুমে।